বছর পেরুতেই নতুন ক্লাবে পাড়ি জমালেন সার্জিও রোমেরো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৯ আগস্ট ২০২২
বছর পেরুতেই নতুন ক্লাবে পাড়ি জমালেন সার্জিও রোমেরো

এক বছরের মাথায় ইতালিয়ান ক্লাব ভেনেজিয়া ছেড়ে নিজ দেশের ক্লাব বোকা জুনিয়র্সে পাড়ি জমালেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। ভেনেজিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায়, তাকে ফ্রি-তেই দলে টেনেছে আর্জেন্টাইন ক্লাবটি। 

২০২১ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইতালিয়ান ক্লাব ভেনেজিয়াতে গিয়েছিলেন রোমেরো। বছর না পেরুতেই নতুন ঠিকানা খুঁজে নিলেন তিনি।

২০২১-২২ মৌসুমে ভেনেজিয়ার হয়ে ১৬টি ম্যাচ খেলেছেন রোমেরো। এ সময়ে দারুণ পারফর্ম করেছেন তিনি। যদিও এক মৌসুমের বেশি আর থাকতে পারলেন না ইতালিতে।

১৫ বছর ইউরোপে কাটানোর পর অবশেষে দেশের ক্লাবে ফিরলেন ৩৫ বছর বয়সী রোমেরো। ভেনেজিয়া যাওয়ার আগে ছয় বছর ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন। যদিও অর্ধযুগের ইউনাইটেড ক্যারিয়ারে মাত্র সাত ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি।

হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে লিভারপুলের থিয়াগো

ইউনাইটেডের জার্সিতে  একটি উয়েফা ইউরোপা লিগ, একটি এফএ কাপ ও একটি ইএফএল কাপ জিতেছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। 

২০১৪ বিশ্বকাপে রোমেরোর দুর্দান্ত পারফর্মেন্সে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ওই বিশ্বকাপের সেমি ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাওব্রেকারের অবিশ্বাস্য দুই সেভ করে বিশ্ব ফুটবলে আলোচনায় এসেছিলেন তিনি।  

sportsmail24

গোলরক্ষক হিসেবে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও (৯৬) রোমেরোর দখলে। আর্জেন্টিনার হয়ে ২০০৮ অলিম্পিকে সোনা জিতেছিলেন রোমেরো। এছাড়া ২০০৭ ফিফা অনুর্ধ্ব’২০ বিশ্বকাপের শিরোপাও জিতেছেন তিনি। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :