গ্রুপ পর্বের শেষ খেলায় নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো আর্জেন্টিনা। আর্জেন্টনার হয়ে জয়সূচক গোলটি করেন মার্কস রোহো।
খেলার প্রথম থেকেই আক্রমাণাত্মকভাবে খেলতে থাকে আর্জেন্টিনা। তারই ধারাবাহিকতায় ১৪ মিনিটের দারুণ এক গোল করেন মেসি। এটি তার রাশিয়া বিশ্বকাপের প্রথম গোল।
১-০ গোলে এগিয়ে থেকে ধারুণভাবে খেলতে থাকে মেসিবাহিনী। এক গোলের ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরেও বল নিজেদের দখলে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। তবেেএর মাঝেই ভুল করে বসে। ডি বক্সের মাঝে ফাইলের বাশি বাজলেই আর্জেন্টিার বিরুদ্ধে পেনাল্টি পেয়ে যায় নাইজেরিয়া। পেনাল্টি থেকে গোল আদায় করে ১-১ গোলে সমতায় ফিরে নাইজেরিয়া।
পেনাল্টিতে গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। হারলেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে এমন ম্যাচের জয়ের বিকল্প নেই। অবশেষে শেষ মুহূর্তে মার্কস রোহোর দারুন এক পাসে জয় সূচক গোল পায় আর্জেন্টিনা।
এ জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করলো মেসির আর্জেন্টিনা।