ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজের অভিষেক ম্যাচে জোড়া গোল করে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন আর্লিং হল্যান্ড। এই ম্যাচে সিটিজেনদের জার্সিতে মাঠে উপস্থিত ছিলেন তার বাবা আলফি হল্যান্ড। প্রিমিয়ার লিগে ছেলের দারুণ অভিষেক দেখে বেশ উচ্ছ্বসিত তিনি।
আর্লিং হল্যান্ডের বাবা আলফি হল্যান্ডও ছিলেন ফুটবলার। বছর তিনেক সিটিজেনদের জার্সিতেও খেলেছেন। বাবার পথ ধরে বেছে নিয়েছেন ম্যানসিটিকেই। শুধু তাই নয়, বাবাকে ছাড়িয়ে প্রথম ম্যাচেই জয়ের নায়ক হয়েছেন আর্লিং।
ইংলিশ ফুটবলে আর্লিং মানিয়ে নিতে পারবেন কি-না তা নিয়ে ছিল নানা জনের নানা মত। রোববার (৭ আগস্ট) সেই সংশয় কাটিয়ে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেন হল্যান্ড।
ম্যাচ শেষে হল্যান্ড নিজেই জানিয়েছেন খুশি হয়েছেন তার বাবা। বলেন, “এটা দারুণ ব্যাপার। তিনি দুটো গোলই দেখেছেন। আমার জন্য এটা বড় মুহূর্ত, প্রিমিয়ার লিগে অভিষেক বলে কথা।”
শুধু হল্যান্ডের বাবা নন, খুশি হয়েছেন সিটিজেন বস পেপ গার্দিওয়ালাও। বলেন, “জন্ম থেকেই যে গোল করে আসছে, সে যে এখানেও অনেক গোল করবে, এটা নিয়ে কোনো সংশয়ই ছিল না আমাদের। আমরা যেভাবে খেলতে চাই, সেটির সঙ্গে সে দ্রুতই মানিয়ে নিচ্ছে।”
“যত সময় গড়াবে, আমরা আরও বেশি করে তাকে খুঁজে নেব এবং আশা করি তাকে গোল করার অনেক সুযোগ করে দেব।”- আরও যোগ করেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর