ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের প্রথম ম্যাচে ব্রাইটনকে আতিথ্য দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ এরিক টেন হাগের অধীনে শুরুটা মোটেও ভালো ছিল না। প্রথম ম্যাচেই ব্রাইটনের বিপক্ষে স্বাগতিকরা হেরেছে ২-১ গোলে। লজ্জাজনক এই হারের দিনেই গ্যালারিতে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়েছিল ইউনাইটেড সমর্থকরা।
রোববার (৭ আগস্ট) ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম জয় পায় ইউনাইটেড। এই ম্যাচের আগে সমর্থকদের ১২তম খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন কোচ এরিক টেন হাগ। তবে কোচের সেই মান রাখতে পারেনি সমর্থকরা। ম্যাচ চলাকালীন জড়িয়ে পড়ে হাতাহাতিতে।
ছবিতে দেখা যায়, এক সমর্থক অন্য আরেকজনের গলা চেপে ধরেছেন। তাদেরকে আটকে রাখতে আশেপাশের সমর্থকরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি ওই দুই ব্যক্তি বাকবিতণ্ডাতেও জড়িয়ে পড়েন।
গ্যালারিতে খারাপ সময় কাটানো ইউনাইটেড নিজেদের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। ক্রিস্টিয়ান এরিকসেন কিংবা লিয়ান্দ্রো মার্টিনেজরাও দেখাতে পারেনি তাদের সেই সেরা ছন্দ। ফলে ব্রাইটন তাদের ইতিহাসে প্রথমবারের মতো ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের বিপক্ষে পায় জয়।
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ জয় পেলে আর্সেনালকে ছাড়িয়ে সবচেয়ে বেশিবার প্রথম ম্যাচ জয়ের রেকর্ড গড়তে পারতো ইউনাইটেড। ব্রাইটনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর