নিজেদের মাঠে নতুন মৌসুমের শুরুতেই হোচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচের অধীনে যাত্রাটা শুভ হলো না তাদের। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ব্রাইটনে বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে প্রথম একাদশে না খেলা ক্রিস্টিয়ানো রোনালদোর দল ম্যানইউ। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া ম্যানইউ শেষ দিকে আত্মাঘাতী গোলে শুধুমাত্র ব্যবধান কমাতে পেরেছে।
রোববার (৭ আগস্ট) প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুর একাদশে রোনালদোকে সাইট বেঞ্চে রেখে মাঠে নেমেছিল। তবে পিছিয়ে পড়ার পর ম্যাচে ৫৩তম মিনিটে রোনালদো বদলি নামালেও কাজের কাজ হয়নি।
ব্রাইটনের বিপক্ষে পর পর দুই ম্যাচে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে গত আসরে শেষের আগের ম্যাচে নিজেদের মাঠে ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাইটন। তবে এবারই প্রথমবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জয় পেল দলটি।
লিগের দুই দলেরই এটি প্রথম ম্যাচ ছিল। ম্যাচের প্রথমার্ধেই দলকে জোড়া গোল উপহার দেন পাসকেল গ্রস। ম্যাচের ৩০ এবং ৩৯তম মিনিটে গোল করেন তিনি। ফলে বিরতিতে যাওয়ার আগেই ২-০ গোলের লিড পেয়ে যায় ব্রাইটন।
রিবতিতে থেকে ফিরে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে কোনোভাবেই ব্রাইটনের রক্ষণভাগ ভাঙতে না পারায় খেলার ৫৩তম মিনিটে বেঞ্চে বসিয়ে রাখা রোনালদোকে নামান কোচ এরিক টেন হাগ। তবে গোল বঞ্চিত ছিলেন তিনি।
রোনালদো মাঠে নামার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪তম মিনিটে অবশ্য গোলের দেখা যায় ম্যানইউ। প্রতিপক্ষ দলের আলেক্সিস মাক আলিস্তের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল। অন্যদিকে, প্রতিপক্ষে মাঠে এমন জয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে ব্রাইটন।
হারলেও পুরো ম্যাচে ৬৩ শতাংশ সময় বল দখলে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এ সময়ের মাঝে ১৭টি শট নিয়েছিল, যেখানে ৫টি টার্গেট শট থাকলেও একটিতেও গোল পায়নি তারা। অন্যদিকে, বাকি ৩৭ শতাংশ বল দখলে পেয়ে ম্যানইউয়ের গোলবারে ১৫টি শট নিয়েছিল ব্রাইটেন।যেখানে ৪টি টার্গেট শটের মাঝে দুটিতেই সাফল্যের দেখা পেয়েছে তারা।
স্পোর্টসমেইল২৪/আরএস