ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ২০২২-২৩ মৌসুমের প্রথম ম্যাচে ঘরের মাঠে ব্রাইটনের মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচের প্রথম একাদশে জায়গা পাননি দলটির পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে দলে না নিলেও একাদশে জায়গা পেয়েছেন লিয়ান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান এরিকসেন।
কিছুদিন আগেই রোনালদোর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোচ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ। এছাড়াও সর্বশেষ প্রস্তুতি ম্যাচে আগেভাগেই মাঠ ছাড়াই ক্ষিপ্ত ছিলেন কোচ।
এরপরেই ইউনাইটেড একাদশে রোনালদোর জায়গা পাওয়া নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। অবশেষে রোববার (৭ আগস্ট) তাকে সাইড বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছেন কোচ এরিক টেন হাগ।
রোনালদো একাদশে না থাকলেও এই ম্যাচ দিয়ে ইউনাইটেডের জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয়েছে নতুন দুই রিক্রুট লিয়ান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান এরিকসেন।
নতুন মৌসুমের শুরুতে ডাচ ক্লাব আয়াক্স থেকে মার্টিনেজকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়াও ফ্রি ট্রান্সফারে দলে যোগ দেন ক্রিস্টিয়ান এরিকসেন।
সর্বশেষ ২০২১-২২ মৌসুমে ইউনাইটেডকে একা হাতে টেনে তুলেছিলেন রোনালদো। তবুও চ্যাম্পিয়নস লিগ জায়গা করে নিতে পারেনি দলটি। এরপরেই দল ছাড়ার চেষ্টা করেছিলেন এই পর্তুগিজ তারকা। শেষ পর্যন্ত তার দল ছাড়া হয়ে ওঠেনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর