পুরোনো ঠিকানা লাইপজিগে ফিরছেন ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৭ আগস্ট ২০২২
পুরোনো ঠিকানা লাইপজিগে ফিরছেন ওয়ার্নার

দুই বছর আগে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে নাম লিখিয়েছিলেন টিমো ওয়ার্নার। সেখান থেকে আবারও ফিরবেন জার্মানিতে, পুরোনো ঠিকানায়। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না হলেও মোটামুটি নিশ্চিত হয়েছে তার ফেরাটা।

২০২২-২৩ মৌসুমের আগে চেলসির প্রাক মৌসুম প্রস্তুতিতে ছিলেন না টিমো ওয়ার্নার। শুধু তাই নয়, দলের সাথে অনুশীলনে যোগ দিলেও প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে দলের সাথে যাননি এভারটনের ম্যাচ খেলতে।

তাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করা টমাস টুখেল অবশ্য ওয়ার্নারের উপর ক্ষিপ্ত অন্য কারণে। প্রাক মৌসুম প্রস্তুতিতে দলের সাথে না থাকাকালীন ওয়ার্নার বলেছিলেন, “চেলসির সাথে না থাকে আমি অনেক খুশি।”

এরপরেই চেলসিতে তার ভাগ্য নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা-কল্পনা। এবার পুরোনো ঠিকানাতেই ফিরবেন এই জার্মান ফরোয়ার্ড। এর আগে একই রকম মন্তব্য করে চেলসি ছেড়েছিলেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু।

২০২০ সালে ৫৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে লাইপজিগ থেকে চেলসিতে যোগ দেন ওয়ার্নার। দুই বছরের স্ট্যামফোর্ড ব্রিজ ক্যারিয়ারে নিজেকে প্রমাণও করেছেন বহুবার। কোচের সাথে দ্বন্দ্বে দুই বছরের বেশি দীর্ঘ হচ্ছে না তার ইংল্যান্ড অধ্যায়।

চেলসির হয়ে এই সময়ে ৮৯ ম্যাচে ২৩ গোল ও ২১ অ্যাসিস্ট করেছিলেন ওয়ার্নার। তার ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছে লাইপজিগে, তাই সেখানেই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই জার্মান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

লিগের মাঝে বিশ্বকাপ হওয়ায় বিরক্ত ক্লপ ও টুখেল

লিগের মাঝে বিশ্বকাপ হওয়ায় বিরক্ত ক্লপ ও টুখেল

জর্জিনহোর এক পেনাল্টি গোলে দুই রেকর্ড

জর্জিনহোর এক পেনাল্টি গোলে দুই রেকর্ড

ব্রাইটন থেকে কুকুরেলাকে দলে নিলো চেলসি

ব্রাইটন থেকে কুকুরেলাকে দলে নিলো চেলসি

বার্সেলোনাকে হতাশ করে চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করলেন আজপিলিকুয়েতা

বার্সেলোনাকে হতাশ করে চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করলেন আজপিলিকুয়েতা