বার্সায় চলে যাবেন আলানসো, তাই মাঠে নামাননি চেলসি কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৭ আগস্ট ২০২২
বার্সায় চলে যাবেন আলানসো, তাই মাঠে নামাননি চেলসি কোচ

২০২১-২২ মৌসুমের পর চেলসি ছেড়েছেন দলটির ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিগার ও আন্দ্রেয়া ক্রিস্টেনসেন। এবার স্ট্যামফোর্ড ব্রিজের দলটি ছাড়বেন স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস আলানসো। বিষয়টি নিশ্চিত করেছেন চেলসি বস টমাস টুখেল।

দুই ডিফেন্ডার চলে যাওয়া একটু বেশিই ব্যাকফুটে রয়েছেন চেলসি। এবার আলানসো চলে যাওয়ায় একটু বেশিই চিন্তিত কোচ টুখেল। তার নতুন গন্তব্য যে বার্সেলোনা তা জানিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (৬ আগস্ট) রাতে এভারটনের মাঠে পাঁচ বছর পর জয়ের দেখা পায় চেলসি। ওই ম্যাচে চেলসির রক্ষণে ছিলেন না টমাস টুখেল। ম্যাচ শেষে তাকে না রাখার কারণ ব্যাখ্যা করে ব্লুজ কোচ।

“সে দল ছাড়ার চেষ্টা চালাচ্ছে। আমরা তাকে ছেড়ে দিতে রাজি। আজকে তাকে মাঠে নামানো ঠিক হতো না। না হলে সে মাঠে থাকতো, পরিস্থিতি অনুযায়ী এটাই সঠিক সিদ্ধান্ত।”- বলেন টুখেল।

২০১৬ সালে স্ট্যামফোর্ডে ব্রিজে আসেন আলানসো। পরের ছয় বছরে ছিলেন দলটির রক্ষণের নির্ভরতার প্রতীক। এবার সেই দায়িত্ব ছেড়ে ফিরবেন নিজ দেশে।

এর আগে চেলসি অধিনায়ক সিজার আজপিলিকুয়েতাকেও বার্সেলোনা পাওয়ার চেষ্টা করছিল। তবে কদিন আগে চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে গুঞ্জনের ইতি টানেন আজপিলিকুয়েতা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

লিগের মাঝে বিশ্বকাপ হওয়ায় বিরক্ত ক্লপ ও টুখেল

লিগের মাঝে বিশ্বকাপ হওয়ায় বিরক্ত ক্লপ ও টুখেল

জর্জিনহোর এক পেনাল্টি গোলে দুই রেকর্ড

জর্জিনহোর এক পেনাল্টি গোলে দুই রেকর্ড

ব্রাইটন থেকে কুকুরেলাকে দলে নিলো চেলসি

ব্রাইটন থেকে কুকুরেলাকে দলে নিলো চেলসি

বার্সেলোনাকে হতাশ করে চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করলেন আজপিলিকুয়েতা

বার্সেলোনাকে হতাশ করে চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করলেন আজপিলিকুয়েতা