রিয়াল ছেড়ে সেভিয়াতে গেলেন ইসকো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৭ আগস্ট ২০২২
রিয়াল ছেড়ে সেভিয়াতে গেলেন ইসকো

অবশেষে নতুন ঠিকানা পেলেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। দুই বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়াতে পাড়ি জমিয়েছেন তিনি। রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাকে ফ্রি-তেই দলে টেনেছে সেভিয়া। 

সোমবার (৮ আগস্ট) ইসকোর স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এরপরই আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করবে দুই পক্ষ। সেভিয়াতে কোচ জোয়ান লোপিতেগির অধীনে খেলবেন ইসকো। যার কোচিংয়ে স্পেন ও রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন তিনি। 

চলতি বছরের ৩০ জুন রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে ইসকোর। রিয়াল চুক্তি নবায়ন করতে না চাওয়ায় এতদিন ক্লাবহীন ছিলেন তিনি। অবশেষে নতুন ক্লাব হলো তার। 

সেভিয়ার একাদশে জায়গা পেতে যদিও লড়াই করতে হবে ইসকোর। কারণ ইসকোর পজিশনে ইতিমধ্যে সেভিয়াতে পাপু গোমেজ, ইভান র‍্যাকিটিচ, অলিভার টোরেস ও সুসো রয়েছে। এদের টপকে একাদশে সুযোগ পাওয়া খুব একটা সহজ হবে না ইসকোর জন্য।  

লিগের মাঝে বিশ্বকাপ হওয়ায় বিরক্ত ক্লপ ও টুখেল

তবে ইসকোর জন্য আশার কথা। সেভিয়া কোচ লোপেতেগি মিডফিল্ডে আরও গভীরতা বাড়াতে ইসকোকে নিয়মিত সুযোগ দিতে পারেন বলে ধারণা করছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। 

২০১৩ সালে স্প্যানিশ ক্লাব মালগা থেকে রিয়াল মাদ্রিদে গিয়েছিলেন ইসকো। ৯ বছরের মাদ্রিদ অধ্যায়ে ২৪৬টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এ সময়ে রিয়ালের জার্সিতে ৩৭টি গোল রয়েছে ইসকোর। 

 

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তিনটি লা-লিগা, একটি কোপা দেলরে এবং পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতেছে ৩০ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সায় চলে যাবেন আলানসো, তাই মাঠে নামাননি চেলসি কোচ

বার্সায় চলে যাবেন আলানসো, তাই মাঠে নামাননি চেলসি কোচ

জর্জিনহোর এক পেনাল্টি গোলে দুই রেকর্ড

জর্জিনহোর এক পেনাল্টি গোলে দুই রেকর্ড

ফুলহ্যামের বিপক্ষে জিতলে বাড়াবাড়ি হয়ে যেত: ক্লপ

ফুলহ্যামের বিপক্ষে জিতলে বাড়াবাড়ি হয়ে যেত: ক্লপ

রোনালদোকে ছেড়ে দল গোছানোর পরামর্শ রুনির

রোনালদোকে ছেড়ে দল গোছানোর পরামর্শ রুনির