সাম্প্রতিক দারুণ ফর্মে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। জাতীয় দল ব্রাজিলের অন্যতম ভরসাও তিনি। বেশিরভাগ সময়েই নেইমারকে ঘিরেই পরিকল্পনা সাজান ব্রাজিল কোচ তিতে। এবার দেশটির সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদো বললেন, নেইমার মনোযোগ দিলে কাতার বিশ্বকাপ জেতার সম্ভাবনাও বাড়বে।
নেইমারের প্রতিভা নিয়ে কখনোই সংশয় ছিল না। ফুটবল পায়ে তাকে দেখাটা পৃথিবীর অন্যতম সেরা সৌন্দর্যগুলোর একটি। কিন্তু মাঠের বাইরের জীবন নিয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়েছেন নেইমার।
নেইমার ঘন ঘন পার্টি করা, জীবনযাপনের শৃঙ্খলা না থাকা -এসব নিয়ে বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) অন্দরমহলও বেশ কয়েকবার অসন্তষ্টি প্রকাশ করেছে। এমনকি, তাকে বিক্রি করে দেওয়ার কথাও বলেছিল ক্লাবটি।
এসব দেখে নিজেকে শোধরানো চেষ্টা করছেন নেইমার। সাম্প্রতিক ব্রাজিল ও পিএসজি দুই দলের হয়েই দারুণ খেলছেন তিনি। নেইমারের এভাবে ফিরে আসায় আশা জাগাচ্ছে ‘বড় ভাই’ রোনালদোর মনে।
বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রস্ততি পর্যবেক্ষণে কমিটি গঠন
ব্রাজিলের আশা নেইমার যদি ফিট থাকে ও বিশ্বকাপে মনযোগ দেয় তাহলে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে। রোনালদো বলেন, "নেইমার যদি শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট থাকে, আর বিশ্বকাপের প্রতি মনোযোগী থাকে, তাহলে আমাদের শিরোপা জেতার ভালো সুযোগ আছে।"
ব্রাজিলের বাকি সবার প্রশংসাও শোনা গেল রোনালদো মুখে। তবে ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জেতা এই ফুটবলারের মতে ব্রাজিলের হয়ে নেইমারই পারবেন ব্যবধান গড়তে।
"আমাদের দারুণ কিছু খেলোয়াড় নিয়ে গড়া একটা দুর্দান্ত দল আছে। কিন্তু টেকনিক্যাল আর শারীরিক দিক থেকে বিষয়টা বেশ ভিন্ন। সে (নেইমার) যদি ভালোভাবে বিশ্বকাপে আসে, সেই পার্থক্যটা গড়ে দেবে, আর বিশ্বকাপ জেতার সুযোগ অনেক বেড়ে যাবে আমাদের" যোগ করেন রোনালদো।
চলতি বছরের ২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের ফিফা বিশ্বকাপের। ২৪ নভেম্বর দিবাগত রাতে সার্বিয়া বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। ‘জি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী বাকি দুই দল হচ্ছে, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
স্পোর্টসমেইল২৪/এসকেডি