ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এভারটন ও চেলসি। মার্সিসাইডের এই ম্যাচে এভারটনকে ১-০ গোলে হারায় ব্লুজরা। চেলসির হয়ে পেনাল্টি থেকে গোল করে স্কোরশিটে নাম তোলেন জর্জিনহো। শুধু তাই নয়, গড়েন নতুন দুই রেকর্ডও।
শনিবার (৬ আগস্ট) মার্সিসাইডে এভারটনের ঘরের মাঠে খেলতে নেমে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় চেলসি। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন জর্জিনিও। এতে তার প্রিমিয়ার লিগে গোলসংখ্যা দাঁড়ায় ২০-এ। আর এর মধ্যে ১৮টিই করলেন পেনাল্টি থেকে।
প্রিমিয়ার লিগে জর্জিনহোর করা মোট গোলের ৯০ শতাংশই এসেছে পেনাল্টি থেকে। প্রিমিয়ার লিগে ১০ বা তার চেয়ে বেশি গোল করা ফুটবলারের মধ্যে শতাংশের হিসেবে পেনাল্টিতে তার চেয়ে বেশি গোল করেনি আর কেউ।
চেলসি হয়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ পেনাল্টি গোলের মালিক এখন জর্জিনহো। ৪১ গোল নিয়ে সবার উপরে আছেন ক্লাব কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। তিন নম্বরে থাকা এডেন হ্যাজার্ড পেনাল্টি থেকে করেছিলেন ১৭ গোল।
প্রিমিয়ার লিগে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোল করা দল এখন চেলসি। জর্জিনিওর ওই পেনাল্টি গোল ছিল প্রিমিয়ার লিগে চেলসির ১৩৯তম পেনাল্টি গোল।
এর আগে এই রেকর্ড নিজেদের দখলে রেখেছিল লিভারপুল। প্রিমিয়ার লিগে দ্য রেডরা এখন পর্যন্ত পেনাল্টি থেকে ১৩৮ গোল করেছে।
এছাড়াও প্রিমিয়ার লিগে ২০তম বারের মতো প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল চেলসি। তাদের সমান ২০ টি জয় পেয়েছে প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড।
স্পোর্টসমেইল২৪/পিপিআর