ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ২০২২-২৩ মৌসুমের শুরুতেই হোচট খেয়েছে লিভারপুল। প্রথম ম্যাচে শক্তিমত্তায় পিছিয়ে থাকা ফুলহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে অলরেডরা। নিজের পারফর্মেন্সে বিরক্ত লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলছেন, এই ম্যাচ জিতলে বাড়াবাড়ি হয়ে যেত।
শনিবার (৬ আগস্ট) ফুলহ্যামের ঘরের মাঠে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল লিভারপুল। ম্যাচের ৩২তম মিনিটে প্রথমবার গোল হজম করে লিভারপুল।
৬৪ মিনিটে গোল শোধ দেওয়ার আট মিনিটের মাথায় আবারও পিছিয়ে পড়ে তারা। যদিও ৮০তম মিনিটে সেই গোলও শোধ করে লিভারপুল। কিন্তু শেষ পর্যন্ত জয়সূচক গোল আর করতে পারেনি, ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
ম্যাচ শেষে দলের পারফর্মেন্স নিয়ে খেলোয়াড়দের উপর চটেছেন লিভারপুল বস ক্লপ। ম্যাচের আগে প্রতিপক্ষের রক্ষণ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা সত্ত্বেও ফল নিজেদের পক্ষে আনতে না পারায় বিরক্ত তিনি। নিজেদের পারফর্মেন্সে এতটাই অসন্তষ্ট যে, ক্লপের কাছে এই ম্যাচ জিতলে বাড়াবাড়ি হয়ে যেত।
রোনালদোকে ছেড়ে দল গোছানোর পরামর্শ রুনির
ক্লপ বলেন, “সবাই চাপে ছিল। ম্যাচের আগে রক্ষণ ভাঙতে করণীয় সম্পর্কে পরিস্কার যে বার্তাগুলো ছিল, আমরা সেগুলো করে দেখাতে পারিনি। ম্যাচে কখনও আমাদের গতি ছিল না এবং হ্যাঁ, আমরা খেলায় জিততে পারতাম, কারণ স্পষ্টতই আমাদের বড় সম্ভাবনা ছিল। তবে আজকের জন্য সম্ভবত সেটা বেশি হয়ে যেত।”
খেলার শুরু থেকেই খেলোয়ায়দের মনোভাব ঠিক ছিল না বলে মনে হয় ক্লপের।“আমার দলের খুবই বাজে ম্যাচে আমরা একটা পয়েন্ট পেয়েছি। এখন প্রশ্ন হলো, এটা কীভাবে ঘটল। আমি আমার সহকর্মীদের বলেছি, প্রথম দিকে মনোভাব ঠিক ছিল না। পরে আমরা লড়াই করতে চেয়েছিলাম, কিন্তু সেটা করা সহজ ছিল না” যোগ করেন ক্লপ।
প্রিমিয়ার লিগে ১৫ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে হবে নামবে লিভারপুল। ওই ম্যাচে অলরেডদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।
স্পোর্টসমেইল২৪/এসকেডি