ছয় মিনিটে মেসির জোড়া গোল, গোল উৎসব পিএসজির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৭ আগস্ট ২০২২
ছয় মিনিটে মেসির জোড়া গোল, গোল উৎসব পিএসজির

অভিষেক মৌসুমটা ছিলেন নিজের ছায়া হয়ে! শুনতে হয়েছে দুয়োধ্বনি, সইতে হয়েছে নানা সমালোচনা! নতুন মৌসুমে তাই নিজের সর্বোচ্চ দেওয়ার জন্য আগে থেকেই বদ্ধ পরিকর ছিলেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি।

মুখে বলা কথা কাজেও রাখা শুরু করেছেন তিনি। কয়েকদিন আগে ফরাসি সুপার কাপে দারুণ এক গোল করেছিলেন। এরপর গত রাতে লিগ ওয়ানের প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন, শক্তিমত্তায় পিছিয়ে থাকা ক্লেহমো’র বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো। 

শনিবার (৬ আগস্ট) দিবাগত রাতে ২০২২-২৩ মৌসুমে লিগ ওয়ানের প্রথম ম্যাচে ক্লেহমো’র ঘরের মাঠে খেলতে নেমেছিল পিএসজি। চোটের কারণে এ ম্যাচে ছিলেন না ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে। 

তবে এমবাপে আছে কি নেই, পিএসজির খেলায় কোথাও সেটা বোঝা উপায় ছিল না। নতুন কোচের অধীনে এদিন দুর্দান্ত এই পিএসজির দেখা পেল ফটবল প্রেমীরা। 

বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রস্ততি পর্যবেক্ষণে কমিটি গঠন

গত মৌসুমে নেইমারকে ঘিরে সমালোচনা হয়নি! এমনকি নেইমারকে ক্লাব থেকে বের করার জন্যও উঠেপড়ে লেগেছিল পিএসজির প্রেসিডেন্ট। অথচ সেই নেইমারই এবার পিএসজি জার্সিতে দুর্দান্ত খেলছেন।

ম্যাচের নবম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন নেইমার। পাবলো সারাবিয়ার কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের বক্সের উপর থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান। 

sportsmail24

২৬তম মিনিটে এবার গোল করান নেইমার। তার থ্রু পাস থেকে বল পেয়ে পিএসজির গোল ব্যবধান দ্বিগুন করেন আশরাফ হাকিমি।

ম্যাচের ৩৮তম মিনিটে আবারও গোল পায় পিসজি। এবারের গোলেও জড়িয়ে আছে নেইমারের নাম। তার ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে পিএসজিকে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস।

sportsmail24

বিরতির পর আক্রমণের ধার অনেকটাই কমে আসে পিএসজির। সেই সুযোগে বেশ কয়েকবার আক্রমণের চেষ্টা করলেও পিএসজির রক্ষনভাগে এসেই হুমড়ি খেয়ে পড়েছে ক্লেহমো’র  ফুটবলাররা। 

ম্যাচের শেষ অংশে আগমন ঘটে পিএসজির আর্জেন্টাইন ফুটবল যাদুকর লিওনেল মেসির। ৮০ থেকে ৮৬, এই ছয় মিনিটেই দুইবার লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের ৮০তম মিনিটে মাঝ মাঠ থেকে চীরচেনা ভঙ্গিতে ছোটার পর পাস দেন সতীর্থ নেইমারকে। শট না নিয়ে আবার মেসিকে পাস দেন নেইমার, বল পেয়েই দারুণ এক কোনাকুনি শটে ম্যাচে নিজের প্রথম ও দলের চতুর্থ গোল করেন আর্জেন্টাইন ফুটবলার। 

sportsmail24

মাত্র ছয় মিনিট পরে অবিশ্বাস্য এক গোল করেন মেসি, সতীর্থ লেয়ান্দ্রো পারেদেসের উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত দক্ষতায় ওভারহেড কিকে গোলরক্ষকের ওপর দিয়ে পাঠিয়ে দেন জালে। ম্যাচে তার জোড়া গোল, পিএসজি এগিয়ে যায় ৫-০ গোলের ব্যবধানে। 

শেষ কয়েক মিনিটে আরও কয়েকটি আক্রমণ হলেও কোনো দলই আর লক্ষ্যভেদ করতে পারেনি। তাই শেষ পর্যন্ত ৫-০ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রস্ততি পর্যবেক্ষণে কমিটি গঠন

বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রস্ততি পর্যবেক্ষণে কমিটি গঠন

ইউরো জিতে র‍্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি ইংল্যান্ডের

ইউরো জিতে র‍্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি ইংল্যান্ডের

হল্যান্ডের গোল সংখ্যা নিয়ে গার্দিওয়ালার মাথাব্যথা নেই

হল্যান্ডের গোল সংখ্যা নিয়ে গার্দিওয়ালার মাথাব্যথা নেই

অভিষেকেই মানের গোল, বড় জয়ে বায়ার্নের শুরু

অভিষেকেই মানের গোল, বড় জয়ে বায়ার্নের শুরু