হল্যান্ডের গোল সংখ্যা নিয়ে গার্দিওয়ালার মাথাব্যথা নেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৬ আগস্ট ২০২২
হল্যান্ডের গোল সংখ্যা নিয়ে গার্দিওয়ালার মাথাব্যথা নেই

বুন্দেসলিগায় মুড়ি-মুড়কির মতো গোল করায় 'গোল ম্যাশিন' খ্যাতি পেয়েছিলেন ম্যানচেস্টার সিটির ফুটবলার আরলিং হল্যান্ড। জার্মান ক্লাব  বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে ৮৯ ম্যাচে ৮৬ গোল ও ২৩ এসিস্ট তাকে এই খ্যাতি এনে দিয়েছিল। 

নতুন মৌসুমে সিটির জার্সিতেও ডর্টমুন্ডের মতো একগাদা গোল করবেন, এমনই আশা করছেন সমর্থকরা। সিটিজেনদের জার্সিতে প্রথম গোল পেতেও খুব বেশি দেরী হয়নি, প্রাক মৌসুমের ম্যাচে মাঠে নামার ১২ মিনিটের মাথায়ই করেছিলেন হল্যান্ড।

কিন্তু প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ কমিউনিটি শিল্ডের ফাইনালে পুরো সময় মাঠে থেকেও গোল পাননি তিনি। পুরো ম্যাচেই ছিলেন নিজের ছায়া হয়ে। তবে কি ডর্টমুন্ডের মতো একইভাবে সিটির জার্সিতে গোল করতে পারবেন তো!

সিটিজেন বস পেপ গার্দিওয়ালার অবশ্য হল্যান্ডের গোল সংখ্যা নিয়ে কোনো মাথাব্যাথাই নেই। গার্দিওয়ালার মতে সিটির জার্সিতে মানিয়ে আরও কিছুটা সময় প্রয়োজন হল্যান্ডের।

সিলভা যেতে চাইলে বাধা হবেন না গার্দিওয়ালা

বলেন, “আমি জানি না সে (হলান্ড) কত গোল করবে, আমার তা নিয়ে মাথাব্যথাও নেই। আমরা হলান্ডের জন্য জিততে কিংবা হারতে যাচ্ছি না, আমাদের নিজেদের মতো করেই খেলতে হবে। পাঁচ মাসের মধ্যে গত সপ্তাহে সে প্রথমবার ৯০ মিনিট খেলেছে। সম্ভবত মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগবে।”

তবে হল্যান্ড নিজে আত্মবিশ্বাসী। তিনি ভাল করেই জানেন, গার্দিওয়ালার অধীনে নিয়মিত সুযোগ পেতে অবশ্যই উন্নতি করতে হবে।

sportsmail24

হল্যান্ড বলেন, “আমি সবকিছুতে উন্নতি করতে পারি। কোনো বিষয়ে ভালো হলে আরও ভালো হওয়ার সুযোগ আছে। এটা আমাকে করতেই হবে। তরুণ ফুটবলার হিসেবে পেপ গার্দিওয়ালার অধীনে ইংল্যান্ডের সেরা ক্লাব ম্যান সিটিতে খেলতে হলে অনেক কিছুতেই আমার উন্নতি করতে হবে।”

রোববার (৭ জুলাই) ২০২২-২৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার মিশনে নামবে ম্যানসিটি। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট হামের বিপক্ষে হল্যান্ডের প্রথম একাদশে থাকা প্রায় নিশ্চিত। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যানসিটিকে এগিয়ে রাখছেন গার্দিওয়ালা

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যানসিটিকে এগিয়ে রাখছেন গার্দিওয়ালা

আরও খেলোয়াড় চান জাভি, সিলভার দিকে চোখ বার্সেলোনার

আরও খেলোয়াড় চান জাভি, সিলভার দিকে চোখ বার্সেলোনার

প্রিমিয়ার লিগে গালি খাওয়ার শীর্ষে রোনালদো!

প্রিমিয়ার লিগে গালি খাওয়ার শীর্ষে রোনালদো!

ফাইনালের মঞ্চে সর্বোচ্চ গোল যাদের

ফাইনালের মঞ্চে সর্বোচ্চ গোল যাদের