কোনো দেশের ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয় না ফিফা। ভারতে সেই সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে ফুটবলের এ নিয়ামক সংস্থা। ফলে আন্তর্জাতিক পর্যায়ে কোনো প্রতিযোগিতা না নামতে পারাসহ মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়েও শঙ্কায় পড়েছে ভারত।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অস্থায়ী সচিব সুনন্দ ধরকে চিঠি দিয়েছে ফিফা এবং এএফসি। ফিফার নিয়ম অনুযায়ী না চললে ভারতীয় ফুটবল নির্বাসিত হতে পারে। সে ক্ষেত্রে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে পারবে না তারা। একই সাথে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতাতেও মাঠে নামতে পারবে না ভাত।
ফিফা এবং এএফষি থেকে ভারতকে যে ধরনের চিঠি দেওয়া হয়েছে এর আগেও একই ধরনের চিঠি এআইএফএফ-কেও দেওয়া হয়েছিল। ভারতের মূল সমস্যা দেশটির ফুটবল সংস্থার নির্বাচন। মেয়াদ ফুরিয়ে গেলেও এখনো নির্বাচন করতে পারেনি তারা। ফলে ফিফার চিঠিও দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অস্থায়ী সচিব সুনন্দ ধরকে।
দেশটির ফুটবল সংস্থার নির্বাচন সংক্রান্ত বিভিন্ন জটিলতার বিষয়ে জানার পর ফিফাে চিঠিতে জানানো হয়েছে, ৭ অগস্টের (রোববার) মধ্যে নির্বাচনের সংবিধান প্রক্রিয়া শেষ করতে হবে এবং ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন শেষ করতে হবে।
ফিফা এ আদেশ অনুযায়ী ভারত নির্বাচন করতে না পারলে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ সরে যাবে। যা চলতি বছর অক্টোবরে ভারতের মাটিতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কিছু দিন আগে ফিফা এবং এএফসির প্রতিনিধিরা দিল্লি সফর করেছেন। সে সময় রাজ্য সংস্থা, বিভিন্ন আধিকারিক এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সাথেও তারা কথা বলেছেন। সেই সফর শেষেই এবার চিঠি দিয়ে আসল ঘটনা জানানো হলো।
সুপ্রিম কোর্টের এক নির্দেশে দেশটির ফুটবল সংস্থার নির্বাচন নিয়ে কিছুটা তোড়জোড় হয়েছিল। তবে ফিফার চিঠি নতুন করে শঙ্কা তৈরি করলো। এখন ফিফা কথা মতো ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন শেষ করতে না পারলে জটিল সমস্যায় পড়বে ভারতীয় ফুটবল।
স্পোর্টসমেইল২৪/আরএস