লিগ ওয়ানে নিজেদের ৫০তম মৌসুম শুরু করবে প্যারিস সেন্ট জার্মেইন। সুবর্ণজয়ন্তীর এই মৌসুমের প্রথম ম্যাচের স্কোয়াডে নেই দলটির সবচেয়ে বড় তারকা এমবাপে। ইনজুরির কারণে তাকে ছাড়াই শিরোপা ধরে রাখার মিশনে ক্লেরমন্টের মুখোমুখি হবে পিএসজি।
শুক্রবার (৫ আগস্ট) লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করে পিএসজি। ক্লেরমন্টের বিপক্ষে এই ম্যাচ দিয়ে ফরাসি চ্যাম্পিয়নরা ক্রিস্টোফি গ্যাল্টিয়েরের অধীনে নতুন মৌসুম শুরু করবে।
এই ম্যাচের স্কোয়াডে নেই দলটির সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপে। অনুশীলনে পাওয়া ইনজুরির কারণে তাকে ছাড়াই ক্লেরমন্টের বিপক্ষে খেলতে নামবে মেসি-নেইমাররা।
পায়ের পেশিতে পাওয়ার ইনজুরির কারণে এই ম্যাচ মিস করবেন। ইনজুরির কারনে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছে ক্লাবটির চিকিৎসকরা। সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ আগস্ট ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে দেখা মিলবে এমবাপের।
এমবাপে না থাকলেও স্কোয়াডে আছেন নেইমার-লিওনেল মেসি। এছাড়াও সর্বশেষ মৌসুমে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকা সার্জিও রামোসকে দেখা যেতে পারে এই ম্যাচের শুরুর একাদশে।
শনিবার (৬ আগস্ট) রাতে ক্লেরমন্টের বিপক্ষে তাদের মাঠে খেলবে পিএসজি। এই ম্যাচের আগে নন্টেসের বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপের ম্যাচ মিস করেছিলেন এমবাপে। অবশ্য ওই ম্যাচে কার্ড সমস্যার কারণে মাঠে নামতে পারেননি তিনি।
সর্বশেষ ২০২১-২২ মৌসুমে পিএসজির জার্সিতে লিগ ওয়ানে সবচেয়ে বেশি গোল করেছিলেন এমবাপে। তার পা থেকে এসেছিল ২৮ গোল। এছাড়াও নেইমার ও মেসির পা থেকে এসেছিল যথাক্রমে ১৩ ও ৬ গোল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর