স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেলাকে দলে ভেড়াতে লড়াইয়ে ছিল ম্যানচেস্টার সিটি ও চেলসি। ব্রাইটনের সাথে দামে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত সিটিজেনদের টপকে এই ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে চেলসি। তাকে দলে ভেড়াতে ব্লুজদের খরচ ৬০ মিলিয়ন পাউন্ড।
শুক্রবার (৫ আগস্ট) ইংলিশ ক্লাব ব্রাইটন তাদের এই ফুটবলারকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। চেলসিতে যোগ দেওয়ার মাধ্যমে ব্রাইটনের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফুটবলার হলেন কুকুরেলা।
চেলসিতে ছয় বছরের চুক্তিতে যোগ দেওয়া কুকুরেলা ছিল কাতালান ক্লাব বার্সেলোনার ফুটবল একাডেমি লা মাসিয়া গ্রাজুয়েট। দলটির হয়ে খেলেছিলেন এক ম্যাচ। বাকি সময় গেতাফে ও এইবারে ধারে খেলেছিলেন। সেখান থেকে পাড়ি জমান ব্রাইটনে।
ইংলিশ ক্লাবটিতে মাত্র এক মৌসুম খেলেই বদলালেন নিজের ঠিকানা। এবার তার ঠিকানা হয়েছে লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ। মালিকানা বদলের সাথে দল-বদলেও বেশ প্রভাব বিস্তার করছেন ব্লুজরা।
কুকুরেলার আগে আমেরিকান গোলরক্ষক গ্যাব্রিয়েল স্লোনিনাকে ভিড়িয়েছে তারা। আর দল ছেড়েছেন অ্যান্তেনিও রুডিগার, আন্দ্রেয়া ক্রিস্টেনসেনের মতো তারকারা।
কুকুরেলা চেলসিতে যোগ দেওয়ায় শর্ত অনুযায়ী ব্রাইটনের জার্সিতে খেলবেন ১৯ বছর বয়সী ব্লুজ ডিফেন্ডার লেভি কলউইল। এক মৌসুমের জন্য ব্রাইটনের জার্সিতে খেলবেন তিনি। সর্বশেষ মৌসুমে কলউইলের ঠিকানা ছিল ইংলিশ প্রথম বিভাগের দল হার্ডসফিল্ড টাউন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর