সিলভা যেতে চাইলে বাধা হবেন না গার্দিওয়ালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০২২
সিলভা যেতে চাইলে বাধা হবেন না গার্দিওয়ালা

পর্তুগিজ ফুটবলার বার্নাডো সিলভাকে একাধিকবার ধরে রাখার কথা বলেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা। তবে যদি সিলভা নিজে ক্লাব ছেড়ে যেতে চান তাহলে বাধা হবেন না এই স্প্যানিশ কোচ। 

সিলভাকে দলে ভেড়াতে চায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, এটা পুরোনো খবর। সিলভার জন্য একাধিকবার সিটির সঙ্গে যোগাযোগ করেও হতাশ হতে হয়েছে তাদের। কারণ, প্রত্যেকবারি সিটি জানিয়েছে সিলভা বিক্রির জন্য নয়। 

২০২১-২২ মৌসুমেও সিটির অন্যতম সেরা পারফর্মার বার্নাডো সিলভা। সিটিজেনদের মাঝ মাঠে বেশ অনেকদিন ধরেই ভরসার নাম সিলভা। এমন একজন খেলোয়াড়কে যে কোনো কোচই ছাড়তে চাইবে না এটাই স্বাভাবিক।

সিটিজেন বস পেপ গার্দিওয়ালাও চান না। তবে যদি সিলভা নিজে থেকে যেতে চায় সেক্ষেত্রে বাধা হবেন না বলে জানিয়েছেন তিনি। 

আরও খেলোয়াড় চান জাভি, সিলভার দিকে চোখ বার্সেলোনার

বলেন,  "সে যদি থেকে যায়, সেটাই ভালো। শেষ পর্যন্ত যদি তাকে চলে যেতে হয়  ক্লাবের একটি চুক্তি আছে, খেলোয়াড়ের ইচ্ছা আছে এবং আমি তার ইচ্ছার সামনে বাধা হবো না।”

তবে গার্দিওয়ালা যে চান সিলভা সিটিতেই থাকুক সেটাও মনে করিয়ে দিলেন। “আমি বার্নাডোকে (সিলভা) এখানে দেখতে পছন্দ করবো কারণ সে খুবই বিশেষ খেলোয়াড়। কিন্তু আমি জানি আসলে কি হতে যাচ্ছে বাঁ কি হবে!” যোগ করেন সিটিজেন বস। 

sportsmail24

২০১৭ সালে ফরাসি ক্লাব মোনাকো থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমিয়েছিলেন বার্নাদো ডি সিলভা। পাঁচ বছরে সিটিজেনদের জার্সি গায়ে এখন পর্যন্ত ১৬৬ ম্যাচে মাঠে নেমেছেন। এ সময়ে এই পর্তুগিজ মিডফিল্ডারের নামের পাশে যোগ হয়েছে ২৯টি গোল। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যানসিটিকে এগিয়ে রাখছেন গার্দিওয়ালা

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যানসিটিকে এগিয়ে রাখছেন গার্দিওয়ালা

নেইমারের বদলি সিটির সিলভাকে চায় পিএসজি!

নেইমারের বদলি সিটির সিলভাকে চায় পিএসজি!

প্রিমিয়ার লিগে গালি খাওয়ার শীর্ষে রোনালদো!

প্রিমিয়ার লিগে গালি খাওয়ার শীর্ষে রোনালদো!

সুপার কাপে ফ্র্যাঙ্কফুর্টকে এগিয়ে রাখছেন মাদ্রিদ কোচ

সুপার কাপে ফ্র্যাঙ্কফুর্টকে এগিয়ে রাখছেন মাদ্রিদ কোচ