২০২১-২২ মৌসুমের আগে দল-বদলের বাজারে বেশ উত্তাপ ছড়িয়েছিলেন জর্জিও উইনাল্ডম। বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি যখন এক রকম চূড়ান্তই ওই সময়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) নাম লেখান। ক্লাবটিতে এক মৌসুমের বেশি থাকতে পারলেন না এই ডাচ মিডফিল্ডার। এক রকম নীরবে-নিভৃতে পিএসজি ছেড়ে নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন রোমাকে।
ইতালিয়ান ক্লাব রোমার দায়িত্বে আছেন স্পেশাল ওয়ান খ্যাত হোসে মরিনহো। তার অধীনে ক্লাবটিতে খেলবেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার পাওলো দিবালা। এবার যোগ দিবেন উইনাল্ডমও।
তাকে দলে ভেড়াতে রোমাকে অবশ্য খুব বেশি অর্থ খরচ করতে হচ্ছে না। মাত্র ৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি-তে ক্লাবটিতে যোগ দিচ্ছেন উইনাল্ডম। মূলত ধারে ক্লাবটিতে আসলেও তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ পাচ্ছে রোমা।
১০ মিলিয়ন ইউরো বার্ষিক বেতনে তিন বছরের চুক্তিতে লিভারপুল ছেড়ে পিএসজিতে যোগ দেন। দল-বদল মৌসুমে অবশ্য তাকে নিয়ে বেশ কাড়াকাড়িই হয়েছিল।
পিএসজিতে যোগ দিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি উইনাল্ডম। ৩৮ ম্যাচে তিন করে গোল ও অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার। মূলত নিজেদের খরচ কমাতেই উইনাল্ডমকে ছেড়েছে পিএসজি।
পিএসজির আগে লিভারপুল, পিএসভি আন্দেনহেম, ফেনাইর্দ ও নিউক্যসল ইউনাইটেডে খেলেছিলেন এই ডাচ মিডফিল্ডার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর