ইউরোপিয়ান সুপার কাপে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে শিরোপা জয়ের লড়াইয়ে ফ্রাঙ্কফুর্টকেই এগিয়ে রাখছেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি।
রিয়াল মাদ্রিদের ইতালিয়ান এই কোচের মতে, শারীরিক ফিটনেসের দিক থেকে তুলনা করলে তারা আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের থেকে পিছিয়ে আছেন। যদিও সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন, এসব মাথায় না রেখে তারা লড়াই করতে চান।
মাদ্রিদ বস বলেন, “ফ্রাঙ্কফুর্টের তুলনায় আমরা কিছুটা পিছিয়ে ( শারীরিক ফিটনেসের দিক থেকে) আছি। তারা মৌসুমও আমাদের আগেই শুরু করেছে। তবে আমরা জেতার জন্যই খেলবো। ”
২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খাদের কিনারা থেকে ফিরে এসে ম্যাচ জেতার উদাহরণ তৈরি করেছে রিয়াল মাদ্রিদ। প্রত্যেক ম্যাচেই বেশিরভাগ সময়ে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে রূপকথার জন্ম দিয়ে ম্যাচ জিতেছে তারা।
ইউরোপিয়ান সুপার কাপে অভিষেক হচ্ছে ‘অফসাইড প্রযুক্তি’
“আমরা সামনের দিকে তাকাতে চাই। বিশ্বাস করি গত বছরের (মৌসুমের) জয়গুলো আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে। কিন্তু আমাদের সামনের ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে হবে” যোগ করেন আনচেলোত্তি।
ইউরোপা লিগে বার্সেলোনার মতো দলকে উড়িয়ে সেমি-ফাইনালে উঠেছিল ফ্রাঙ্কফুর্ট। আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট শুরু করে শিরোপা জিতেই বাড়ি ফিরেছে তারা। তাদের পাল্টা আক্রমণের কৌশল মনে ধরে আনচোলেত্তির।
বলেন, “গত বছর (মৌসুমে) তাদের অর্জন বিশেষ কিছু, কারণ, তারা ফেভারিট ছিল না। বার্সেলোনার বিপক্ষে যেভাবে পাল্টা আক্রমন করেছে সেটা সবারই নজর কেড়েছে।”
প্রতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ী দলের মধ্যে আয়োজন করা হয় ইউরোপিয়ান সুপার লিগ। চলতি বছরের ১১ আগস্ট এবারে সুপার লিগ অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট।
স্পোর্টসমেইল২৪/এসকেডি