পর্তুগিজ মিডফিল্ডার রেনোতো সানচেজকে দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সানচেজ দলে আসায় মিডফিল্ডের শক্তি বৃদ্ধি পাবে বলে আশা করছে ফরাসি ক্লাবটি। বৃহপ্সতিবার (৪ আগস্ট) এক বিবৃতিতে সানচেজকে দলে ভেড়ানোর বিষয়ে নিশ্চিত করেছে তারা।
বিবৃতিতে ট্রান্সফির বিষয়ে কিছু উল্লেখ করেনি পিসজি। তবে ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী সানচেজকে দলে ভেড়াতে দেড় কোটি ইউরো খরচ করতে হচ্ছে ফরাসি ক্লাবটিকে। আপাতত পাঁচ বছরের চুক্তিতে পিএসজি যাচ্ছেন সানচেজ।
চলমান গ্রীষ্মকালীন দলবদলে পিএসজির কেনা পঞ্চম খেলোয়াড় সানচেজ। এই গ্রীষ্মেই দলে ভেড়া বাকি চার ফুটবলার হলেন, নুনো মেনডেস, ভিটিনহা, নর্দি মুখিয়েলে ও হুগো একটিকে।
পর্তুগিজ ক্লাব বেনিফিকাতে বড় হয়ে ওঠা এই ফুটবলারের গোলেই ২০১৬ সালে ইউরো জিতেছিল পর্তুগাল। বেনিফিকাতে থাকাকালীন সময়েই মাঝ মাঠে দুর্দান্ত পারফর্মেন্স করে সবার নজর কেড়েছিলেন সানচেজ।
নাইট পার্টিতে যাওয়া বন্ধ হলো মেসি-নেইমার-এমবাপেদের
সানচেজ ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে ছিলেন। যদিও বাভারিয়ানদের হয়ে সময়টা তার খুব একটা ভালো যায়নি।এরপর ২০১৯ সালে ফরাসি ক্লাব লিলিতে পাড়ি জমান তিনি। সেখান থেকেই তাক দলে ভেড়ালো পিএসজি।
রেনোতোকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পিএজসির বস ক্রিস্টোফার গ্যাল্টিয়ের। তিনি বলেন, রেনাতোর যেসব গুণ আছে, আমাদের দলে অন্য কারো নেই।”
???? #WelcomeRenato ???? pic.twitter.com/iJtcqiHt4v
— Paris Saint-Germain (@PSG_inside) August 4, 2022
গ্যাল্টিয়ের আরও বলেন, “সে খুব পরিশ্রমী ফুটবলার। দলবদলের বাজারে আমাদের একজন ভালো মিডফিল্ডার প্রয়োজন ছিল যে কিনা ফ্রেন্স চ্যাম্পিয়নশিপ খেলেছে।”
স্পোর্টসমেইল২৪/এসকেডি