ভারতের বিপক্ষে চাপ অনুভব করছেন না বাংলাদেশ অধিনায়ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৪ আগস্ট ২০২২
ভারতের বিপক্ষে চাপ অনুভব করছেন না বাংলাদেশ অধিনায়ক

সাফ অনুর্ধ’২০ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত আয়োজিত প্রত্যেক আসরের শিরোপা জিতেছে ভারতের যুবারা। তাদের বিপক্ষেই এবারের আসরে ফাইনাল খেলবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই চাপ অনুভব করার কথা, অথচ বাংলাদেশ অধিনায়ক তানভীর হোসেন জানালেন, তারা একদমই চাপ অনুভব করছে না। 

এবারের আসরে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে। ঐ ম্যাচে পাওয়া ২-০ গোলের জয় আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশের যুবাদের। সে কারনেই ফাইনালে ভারতকে পেয়েও চাপ অনুভব করছে না তারা।

বাংলাদেশ অধিনায়ক তানভীর বলেন, “আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন শিরোপাটা দেশবাসীকে উপহার দিতে পারি। পরিকল্পনা অনুযায়ী আমরা ফাইনালে পৌঁছেছি। চাপ বলতে...এর আগে গ্রুপ পর্বে আমরা ভারতকে ২-১ গোলে হারিয়েছি। এটা আমাদের কাছে কোনো চাপ নয়।”

বাংলাদেশ দলে আপাতত কোনো ইনজুর নেই। টুর্নামেন্টে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে রবিন রাউন্ড সেরা দল হয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। 

গ্রুপপর্বে ভারতকে হারিয়ে ফাইনালে অনুপ্রেরণা পাচ্ছে বাংলাদেশ

“দলে এখন কারো কোনো ইনজুরি নেই। সবচেয়ে বড় কথা সবার আত্মবিশ্বাস আছে। মনের মধ্যে কোনো চাপ-টাপ নেই। আমরা সবাই ফাইনাল খেলার জন্য মুখিয়ে আছি” যোগ করেন তানভীর। 

যেভাবে ফাইনালের আগ পর্যন্ত খেলেছেন সেভাবে খেললে শেষটা ভালোভাবেই শেষ করতে পারবেন বলে আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবাঁ দলের অধিনায়ক। 

sportsmail24

“ইনশাল্লাহ আমাদের যে খেলা, যেভাবে আমরা এই টুর্নামেন্টে শুরু করেছি, সেটা যদি আমরা ফাইনালে খেলতে পারি, আমাদের সব খেলোয়াড়রা যদি ভালো এফোর্ট দিতে পারে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে” যোগ করেন তানভীর। 

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ভুবনেশ্বরে কালিংগা স্টেডিয়ামে শুক্রবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় মুখোমুখি হবে দুই দল।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের হয়ে খেলতে চান মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাত

বাংলাদেশের হয়ে খেলতে চান মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাত

ফুটবল থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে সাইফ স্পোর্টিং!

ফুটবল থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে সাইফ স্পোর্টিং!

২৪ ঘণ্টায় শেষ মেয়েদের ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ফুটবল ম্যাচের টিকিট 

২৪ ঘণ্টায় শেষ মেয়েদের ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ফুটবল ম্যাচের টিকিট 

বিশ্বকাপের আয় চ্যারিটি সংস্থায় দান করবেন আলফানসো ডেভিস

বিশ্বকাপের আয় চ্যারিটি সংস্থায় দান করবেন আলফানসো ডেভিস