বার্সেলোনা ছেড়ে মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সিতে রিকি পুইগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৪ আগস্ট ২০২২
বার্সেলোনা ছেড়ে মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সিতে রিকি পুইগ

ক্যারিয়ারের সায়াহ্নে মার্কিন মুলুকের ফুটবল লিগ মেজর লিগ সকারকে (এমএলএস) বেছে নেয় তারকা ফুটবলাররা। তবে ক্যারিয়ারের শুরুতেই ইউরোপিয়ান ফুটবল ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জামাচ্ছেন স্পানিশ মিডফিল্ডার রিকি পুইগ। ২২ বছর বয়সী এই তারকার নতুন ঠিকানা মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সিতে।

বুধবার (৩ আগস্ট) রিকি পুইগের সাথে চুক্তির বিষয়টি সম্পন্ন করে এলএ গ্যালাক্সি। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। 

তিন বছরের চুক্তিতে এলএ গ্যালাক্সিতে নাম লিখিয়েছেন রিকি পুইগ। বার্সেলোনার সাথে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পুইগকে দলে নিতে কোনো খরচ করতে হয়নি ক্লাবটিকে।

২০২২-২৩ মৌসুমের আগে ফ্রাঙ্ক কেসিকে দলে নিয়েছে বার্সেলোনা। এছাড়াও গাভি, নিকো গঞ্জালেস, পেদ্রিদের মতো উদীয়মান তরুণদের উত্থানে কোচ জাভির পরিকল্পনার বাইরে চলে গিয়েছেন রিকি পুইগ।

এলএ গ্যালাক্সিতে নাম লেখালেও রিকি পুইগের সামনে বার্সেলোনায় ফিরে আসার সুযোগ রয়েছে। তিন বছর তার সাথে বার্সেলোনা আবার নতুন করে চুক্তি করতে পারবে এমন সুযোগ রেখেছেন কাতালানরা।

কাতালানদের ফুটবল একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা রিকি পুইগ বার্সেলোনার হয়ে খেলেছেন ৫৬ ম্যাচ। এই সময়ে তার পা থেকে এসেছে ২ গোল ও ৩ অ্যাসিস্ট। সর্বশেষ ২০২১-২২ মৌসুমের বেশিরভাগ রিকি পুইগের জায়গা হয়েছেন কাতালানদের রিজার্ভ দলে। কাতালানদের হয়ে আলো ছড়াতে না পারা রিকি পুইগ এখনো খেলতে পারেননি জাতীয় দলে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া সম্মানের ব্যাপার: রামোস

মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া সম্মানের ব্যাপার: রামোস

বার্সেলোনায় থাকতে বেতন কমাতেও রাজি পিয়ানিচ

বার্সেলোনায় থাকতে বেতন কমাতেও রাজি পিয়ানিচ

এবার স্টুডিও’র শেয়ার বিক্রি করলো বার্সেলোনা

এবার স্টুডিও’র শেয়ার বিক্রি করলো বার্সেলোনা

‘কুন্দে’ লড়াইয়েও চেলসিকে হারালো বার্সেলোনা

‘কুন্দে’ লড়াইয়েও চেলসিকে হারালো বার্সেলোনা