২৬ বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরেছে কানাডা, চলতি বছর কাতার বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো কোনো বিশ্বকাপে অংশ নেবে তারা। এর আগে সর্বশেষ একবারই ১৯৮৬ সালে ফুটবলের বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছিল দেশটি। আর এটাই প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে কানাডার ডিফেন্ডার আলফানসো ডেভিসের।
প্রথম বিশ্বকাপের সম্পূর্ণ আয় চ্যারিটি প্রতিষ্ঠানে দান করার সিদ্ধান্ত নিয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে খেলা এই ডিফেন্ডার।
২০০০ সালে ঘানার একটি শরনার্থী ক্যাম্পে লাইবেরিয়ান এক দম্পতির ঘরে জন্ম হয় ডেভিসের। মাত্র পাঁচ বয়সে পরিবারের সঙ্গে কানাডা চলে যান তিনি। এরপর থেকেই কানাডায় বসবাস করছেন, আসন্ন বিশ্বকাপেও কানাডার জার্সি গায়েই মাঠ মাতাবেন ডেভিস।
কানাডার কারণেই নিজের স্বপ্ন সত্যি করতে পেরেছন বলে জানান ডেভিস। “কানাডা আমাকে এবং আমার পরিবারকে স্বাগত জানিয়েছিল। তারা আমাদের ভালো জীবন কাটানোর সুযোগ দিয়েছে। আমি আমার স্বপকে সত্যি করতে পেরেছি” বলেন ডেভিস।
কাতার বিশ্ববিদ্যালয়ে থাকবেন মেসিরা, দোহা হোটেলে নেইমাররা
শরনার্থী ক্যাম্প থেকে যে দেশে এসে বড় হয়ে উঠলেন, যে দেশের জন্য নিজের স্বপ্নকে সত্যি করতে পারলেন সেই দেশকে এবার কিছু ফিরিয়ে দিতে চান।
ডেভিস বলেন, “কানাডার হয়ে খেলতে (বিশ্বকাপ) পারাটা আমার জন্য সম্মানের এবং আমি কিছু ফিরিয়ে দিতে চাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, বিশ্বকাপের আমার সব উপার্জন চ্যারিটি প্রতিষ্ঠানে দান করবো।”
ডেভিস প্রথম ফুটবলার হিসেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের শুভেচ্ছা দূত হয়েছিলেন। বলেছিলেন, তিনি বোঝেন শরনার্থীরা নিজেদের নিরাপত্তার জন্য পালাতে কতটা বাধ্য হয়।
Canada welcomed me and my family & gave us the opportunity for a better life. it enabled me to live my dreams. It’s a great honour to play for Canada and I want to give back, so I’ve decided that I will donate this years World Cup earnings to charity.
— Alphonso Davies (@AlphonsoDavies) August 2, 2022
চলতি বছরের নভেম্বরে পর্দা উঠবে কাতার ফুটবল বিশ্বকাপের। ২৩ নভেম্বর বেলিজয়ামের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে কানাডা। ‘এফ’ গ্রুপে কানাডার সঙ্গী বাকি দুই দল ক্রোয়েশিয়া ও মরক্কো।
স্পোর্টসমেইল২৪/এসকেডি