মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া সম্মানের ব্যাপার: রামোস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৪ আগস্ট ২০২২
মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া সম্মানের ব্যাপার: রামোস

দু’জন খেলতেন ফুটবল বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বী  দুই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে। ফুটবল মাঠে রিয়াল মাদ্রিদের সার্জিও রামোসের ট্যাকলে কতবার পড়েছেন বার্সেলোনার লিওনেল মেসি, তার সঠিক হিসেব পাওয়া মুশকিল।

মাঠে বা মাঠের বাইরেও কথার লড়াইয়ে জড়িয়েছেন একাধিকবার! বলা যায়, দু’জনের সম্পর্কটা একদম আদায়-কাচকলায়! 

সেসব অবশ্য বছর খানিক আগেই অতীত হয়েছে! দু’জনই ২০২১ সালে নিজ নিজ ক্লাব ছেড়ে এখন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) খেলোয়াড়। একই ড্রেসিংরুম ভাগাভাগি করছেন, একই সঙ্গে অনুশীলন করছেন! মেসির গোলে রামোস উল্লাস করছেন, এই দৃশ্যটা যেন এতদিন ফুটবল প্রেমীদের কাছে অসম্ভব ছিল, সেটাই এখন প্রতিদিনের ঘটনা!

দুজনের সম্পর্কটাও জমে উঠেছে!। পিএসজিতে শুরু থেকেই মেসির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় রামোসকে। এবার তো মেসিকে সতীর্থ হিসেবে পাওয়াকে সম্মানের বললেন তিনি।

অনুশীলনে ট্যাকল, রামোসের প্রতি ক্ষুব্ধ মেসি

ফরাসি সুপার কাপ জেতার পর রামোস বলেন,  ‘মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া সম্মানের ব্যাপার। তার প্রশংসা করতে হয় না, সে নিজের খেলা দিয়েই প্রশংসা আদায় করে নেয়। আশা করি, সে এভাবেই খেলা চালিয়ে যাবে।’

পিএসজির জার্সিতে অভিষেক মৌসুমটা দু’জনের কেউই ভালো কাটাননি। ইনজুরিতে মৌসুমের বেশিরভাগ ম্যাচে মাঠেই নামা হয়নি রামোসের। ইনজুরি ছিল মেসিরও, আক্রান্ত হয়েছিলে করোনা ভাইরাসেও। তবে বেশিরভাগ ম্যাচেই মাঠে ছিলেন, কিন্তু নিজের সর্বোচ্চ দিতে পারেননি। 

দু’জনেই পিএসজির জার্সিতে দ্বিতীয় মৌসুমে নিজের সেরাটা দিতে বদ্ধ পরিকর। ২০২২-২৩ মৌসুমের শুরুটা শিরোপা জিতেই শুরু করেছে পিএসজি।

ফরাসি সুপার কাপে নেনেসের বিপক্ষে ৪-০ গোলে জয়ে গোল পেয়েছেন মেসি ও রামোস দুজনেই। দু’জনেই ইঙ্গিত দিয়েছেন আসন্ন মৌসুমে নিজেদের আসল চেহারায় ফিরে আসার।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনা বা বিশ্বকাপ নয়, এখন মেসির ভাবনায় পিএসজি: গাল্টিয়ের

বার্সেলোনা বা বিশ্বকাপ নয়, এখন মেসির ভাবনায় পিএসজি: গাল্টিয়ের

আমরা তিনজন ভালো থাকলে পিএসজিও ভালো থাকবে: নেইমার

আমরা তিনজন ভালো থাকলে পিএসজিও ভালো থাকবে: নেইমার

দলবদলে ‘অপ্রয়োজনীয়’ ১১ জনকে বিক্রি করবে পিএসজি!

দলবদলে ‘অপ্রয়োজনীয়’ ১১ জনকে বিক্রি করবে পিএসজি!

প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল

প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল