উয়েফা নারী ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ড গড়ে গিনেস বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছে ইউরো জয়ী ইংল্যান্ড ফুটবল দল। এর আগে ২০০৯ সালে ২১ গোল করে এ রেকর্ড গড়েছিল জার্মানির নারী ফুটবলাররা।
গত ২৬ জুলাই (মঙ্গলবার) টুর্নামেন্ট ফেবারিট সুইডেনের বিপক্ষে সেমি-ফাইনালে ৪-০ গোলের জয়ের পরেই জার্মানির রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে ছিল ইংলিশরা। যা ফাইনালে পেরিয়ে যায়।
প্রথমবারের মতো নারীদের ইউরো জিতলো ইংল্যান্ড
ফাইনাল ম্যাচে সুপার-সাব এলা টুনে ৬২ মিনিটে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেওয়ার পাশাপাশি জার্মানির গড়া রেকর্ড স্পর্শ করে। এরপর ৭৯ মিনিটে লিনা ম্যাগুয়েলের গোলে জার্মানি ম্যাচে সমতা আনে।
তবে অতিরিক্ত সময়ে ১১০ মিনিটে ক্লোয়ে কেলির গোলের ইংল্যান্ডের জয়ের পাশাপাশি প্রতিযোগিতায় ২২ গোলের নতুন রেকর্ড সৃষ্টি হয়।
জার্মানিকে টপকে গোল সংখ্যায় নতুন গড়ার বিষয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে। যা এক টুইটার বার্তায় ইংল্যান্ডের এ রেকর্ডের কথা উল্লেখ করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।
জার্সি খুলে নারী ফুটবলারের উল্লাস, ফিরলো দুই যুগের স্মৃতি
এবারের আসরের ফাইনালে ওয়েম্বলিতে ৮৭ হাজার ১৯২ জন দর্শক উপস্থিত হয়েছিলেন। পুরুষ ও নারী ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনালে কোন ম্যাচে এটাই সর্বোচ্চ সংখ্যক দর্শকের উপস্থিতির রেকর্ড।
এছাড়া পুরো যুক্তরাজ্য জুড়ে প্রায় ১৭.৪ মিলিয়ন ভক্ত ফাইনাল ম্যাচটি টেলিভিশনে উপভোগ করেছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস