রাশিয়া বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোর আশায় টিকে থাকলো কলম্বিয়া। রোববার (২৪ জুন) রাতে পোল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। একই সঙ্গে এ হারে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিলো পোল্যান্ড।
ম্যাচ কাজান অ্যারেনায় শুরুতে কিছুক্ষণ কলম্বিয়াকে চাপে রাখে পোল্যান্ড। শুরুর আক্রমণের ঝাপটা সামলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হোসে পেকারমানের শিষ্যরা। একাদশে ফেরা মিনার দারুণ গোলে ৪০তম মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। রদ্রিগেসের চমৎকার ক্রস লাফিয়ে জালে পাঠান অরক্ষিত বার্সোলানা ডিফেন্ডার।
ম্যাচের ৭০তম মিনিটে কুয়াদরাদোর দারুণ পাস অব সাইডের ফাঁদ এডিয়ে ডি বক্সে খুঁজে পায় ফালকাওকে। ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে জাল খুঁজে নেন ফালকাও। কলম্বিয়ার সর্বকালের সেরা গোলদাতার বিশ্বকাপে প্রথম গোল এটি।
পাঁচ মিনিট পর মাঝমাঠ থেকে অনেকটা দৌড়ে ডি বক্সে ঢুকে ডানদিকের বার ঘেঁষে বল জালে পাঠান মিডফিল্ডার কুয়াদরাদো।
এ কাজানে প্রথম ম্যাচে প্রায় পুরোটা সময় ১০ জন নিয়ে খেলে জাপানের কাছে ২-১ গোলে হেরেছিল কলম্বিয়া। সেনেগালের বিপক্ষে একই ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে পোল্যান্ড। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা দুই দলের লড়াইয়ে শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে শেষ ষোলোর আশা ধরে রাখলো কলম্বিয়া।
আগামী বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে পোল্যান্ড। একই সময়ে সেনেগালের মুখোমুখী হবে কলম্বিয়া।