প্রিমিয়ার লিগে গালি খাওয়ার শীর্ষে রোনালদো!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৩ আগস্ট ২০২২
প্রিমিয়ার লিগে গালি খাওয়ার শীর্ষে রোনালদো!

ফুটবল ক্যারিয়ারে একাধিক বিষয়ে একাধিকবার শীর্ষে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার অনাকাঙ্ক্ষিত একটি বিষয়ে তার নাম পাওয়া গেল সবার উপরে!  

দ্য অ্যালান টার্নিং ইনস্টিটিউট ও অফকমের (অফিস অব কমিউনিকেশন) একটি জরিপে দেখা যায়, ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) খেলোয়াড়দের মধ্যে টুইটারে সবচেয়ে বেশি গালি খাওয়া ফুটবলারের নাম রোনালদো। 

নতুন একটি প্রযুক্তির মাধ্যমে তারা এই জরিপ চালিয়েছে। জরিপে ২০২১-২২ মৌসুমের শেষ ৫ মাসে টুইটারে পোস্ট হওয়া ২৩ লাখ টুইট বিশ্লেষণ করে এই ফলাফল পেয়েছে তারা। প্রিমিয়ার লিগের ৬৮ শতাংশ ফুটবলারকে নিয়ে কমপক্ষে একটি হলেও এমন টুইট করা হয়েছে। 

তালিকায় শীর্ষ তিনজনই ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়। শুধু তাই নয় গালাগালির শিকার হওয়া ১০ ফুটবলারের ৮ জনই ম্যানচেস্টার ইউনাইটেডের। শীর্ষ দশের বাকি দুইজন হলেন, টটেনহ্যাম হটস্পামের অধিনায়ক হ্যারি কেইন এবং ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশ।

উন্নতির জায়গা থাকলেও নতুন মৌসুমে ‘প্রস্তুত’ ম্যানইউ

টুইটারে রোনালদোকে গালি দিয়ে মোট ১২ হাজার ৫২০টি পোস্ট করা হয়েছে। গালি খাওয়া ফুটবলারদের তালিকায় এই ইউনাইটেড ফুটবলারের ধারকাছে নেই কেউ।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তারই ইউনাইটেড সতীর্থ ও অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ার। যাকে গালি দিয়ে পোস্ট করা টুইটের সংখ্যা ৮ হাজার ৯৫৪। 

sportsmail24

জরিপের তালিকায় তৃতীয় স্থানেও ম্যানচেস্টার ইউনাইটেডে ফুটবলার! ২ হাজার ৫৫৭টি টুইট করা হয়েছে ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ডকে নিয়ে, যেখানে তাকে সরাসরি গালি দেওয়া হয়েছে। 

ক্লাব হিসেবে সবচেয়ে বেশি গালি দিয়ে পোস্ট করা হয়েছে টটেনহ্যাম হটস্পারকে নিয়ে। 

বেকহ্যাম থেকে কাভানি, ভক্তদের সাথে কোচ-খেলোয়াড়ের দশটি দ্বন্দ্ব

জরিপ পরিচালনাকারী দা অ্যালান টার্নিং ইনস্টিটিউট ও অফকমের গ্রুপ ডিরেক্টর কেভিন বাখর্স্ট বলেন, “এই ফলাফলগুলি সুন্দর একটি সুন্দর খেলার (ফুটবল) অন্ধকার দিকের বিষয়ে ইঙ্গিত দেয়। খেলাধুলায় অনলাইনে গালিগালাজ বা হেনস্তার কোনো স্থান নেই। এগুলো মোকাবেলা করার জন্য দলীয় প্রচেষ্টা প্রয়োজন।”

 ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গালি খাওয়া শীর্ষ ১০ ফুটবলার ও তাদের নিয়ে পোস্ট করা টুইটের সংখ্যা: 

ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) ১২,৫২০ টুইট
হ্যারি ম্যাগুয়ের  (ম্যানচেস্টার ইউনাইটেড) ৮,৯৫৪ টুইট
মার্কাস র‍্যাশফোর্ড  (ম্যানচেস্টার ইউনাইটেড) ২,৫৫৭ টুইট
ব্রুনো ফার্নান্দেজ  (ম্যানচেস্টার ইউনাইটেড) ২,৪৬৪ টুইট
হ্যারি কেইন  (টটেনহ্যাম হটস্পার) ২,১২৭ টুইট
ফ্রেড  (ম্যানচেস্টার ইউনাইটেড) ১,৯২৪ টুইট
জেসে লিনগার্ড  (ম্যানচেস্টার ইউনাইটেড) ১,৬০৫ টুইট
জ্যাক গ্রিলিশ  (ম্যানচেস্টার সিটি) ১,৫৩৮ টুইট
পল পগবা  (ম্যানচেস্টার ইউনাইটেড) ১,৪৪৬ টুইট
ডেভিড ডি গিয়া  (ম্যানচেস্টার ইউনাইটেড) ১,৩৯৪ টুইট। 

 স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

ফাইনালের মঞ্চে সর্বোচ্চ গোল যাদের

ফাইনালের মঞ্চে সর্বোচ্চ গোল যাদের

যাদেরকে দলে ভেড়াতে চেয়ে হতাশ হয়েছে ম্যানইউ

যাদেরকে দলে ভেড়াতে চেয়ে হতাশ হয়েছে ম্যানইউ

বিচার চান ফুটবলারের ঘুষির শিকার আর্জেন্টাইন নারী রেফারি

বিচার চান ফুটবলারের ঘুষির শিকার আর্জেন্টাইন নারী রেফারি

বায়ার্নের জার্সিতে খেলবেন মানের গাড়িচালকও!

বায়ার্নের জার্সিতে খেলবেন মানের গাড়িচালকও!