ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তিক্ত অধ্যায় শেষে ফ্রি টান্সফারে জুভেন্টাসে ফিরে গেছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। তবে জুভের ডেরায় ফেরাটা সুখকর হয়নি পগবার, শুরুতেই হাঁটুর চোটে পড়ে মাঠের বাইরে চলে গেছেন।
তবে পগবার জন্য স্বান্তনার খবর এই যে, তার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হচ্ছে না। অস্ত্রপচার ছাড়াই চোট থেকে সুস্থ হয়ে উঠবেন তিনি।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পগবাকে এখন পাঁচ সপ্তাহের জিম সেশন করতে হবে। তারপর এক সপ্তাহের বিশ্রাম নিয়ে মাঠে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে জুভেন্টাসের অনুশীলনে হাঁটুর পুরোনো চোটে পড়েন পগবা। প্রথমে গুরুত্ব না দিলেও মেক্সিকান ক্লাব চিবাস গুদালাজারার বিপক্ষে খেলতে নেমে অস্বস্তি বোধ করলে তাকে উঠিয়ে নেন জুভে কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।
আরও পাঁচ বছর লিভারপুলে থাকবেন জটা
এই চোটেই বার্সেলোনার বিপক্ষে খেলতে পারেননি, রিয়াল মাদ্রিদের বিপক্ষেও তাকে পাবে না জুভেন্টাস।
প্রথমে শোনা যাচ্ছিল, অন্তত দুইমাস মাঠের বাইরে থাকতে হবে পগবা। অপারেশনের কারণে বিশ্বকাপেও খেলতে পারবেন না।
তবে মার্কিন মুলুকে চিকিৎসককে দেখানোর পর স্বস্তির খবর পেয়েছেন পগবা। অস্ত্রোপচার না করিয়েই মাঠে ফিরতে পারছেন তিনি।
চলতি বছরের ১৬ আগস্ট সাসৌলোর বিপক্ষে সিরি-আ অভিযান শুরু করবে জুভেন্টাস। কিন্তু মৌসুমের শুরুতে পগবাকে পাবে না জুভেন্টাস।
স্পোর্টসমেইল২৪/এসকেডি