ম্যাচ পরিচালনার সময় মাঠে আক্রমণের শিকার হওয়ার পর ন্যায় বিচার চেয়ে সোমবার আবেদন করেছেন আর্জেন্টিনার নারী ফুটবল রেফারি ডালমা কোর্তাদি। একটি আঞ্চলিক লিগ ম্যাচ পরিচালনার সময় রেফারির সিদ্ধান্তের সাথে একমত হতে না পেরে এক পুরুষ খেলোয়াড় পেছন দৌড়ে গিয়ে তাকে ঘুষি মারেন।
স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফাউলের কারণে হলুদ কার্ড দেখানোয় ক্ষিপ্ত হয়ে ৩৪ বছর বয়সী ক্রিস্টিয়ান তিরিনো দৌড়ে গিয়ে ৩০ বছর বয়সী কোর্তাদিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। ঘুষির আঘাতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে কোর্তাদি।
ঘটনার পর পর আক্রমণের শিকার ওই নারী রেফারিকে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে তাকে কয়েকঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। সেখান থেকে ছাড়া পেয়ে ওই ঘটনায় বিচার চেয়ে খেলোয়াড়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন দালমা কোর্তাদি।
ভিডিও ফুটেজে আরও দেখা যায়, তিরিনো প্রথমে কোর্তাদির মাথার পেছনে ঘুষি মারতে গিয়েছিলেন। তবে সেটি যথাস্থানে না লেগে ঘাড়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান কোর্তাদি। অবশ্য অন্যদের সহায়তায় এর পরপরই ওঠে দাঁড়ান তিনি।
সংবাদ মাধ্যমকে কোর্তাদি বলেছেন, “পড়ে যাওয়ার পর আমার আর কিছুই মনে নেই। আমি যখন ওঠে দাঁড়ালাম তখন মাথা ঘুরতে থাকে এবং বমি বমি ভাব হচ্ছিল। এর আগে কখনো আমার সঙ্গে এমনটি ঘটেনি।”
স্পোর্টসমেইল২৪/আরএস