রহমতগঞ্জকে ৭ গোলে উড়িয়ে দিয়ে পাঁচ নম্বরে মোহামেডান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০১ পিএম, ০২ আগস্ট ২০২২
রহমতগঞ্জকে ৭ গোলে উড়িয়ে দিয়ে পাঁচ নম্বরে মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০২১-২২ মৌসুমে শেষ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে গোল উৎসব করেছে ঢাকা ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। মালিয়ান ফুটবলার সোলায়মান ডায়াবেটের চার গোলে রহমতগঞ্জকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে পাঁচ নম্বরে উঠে লিগ শেষ করলো তারা। 

মঙ্গলবার (২ আগস্ট) কুমিল্লার ধীরেন্দ্রনাথ সাহা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল রহমতগঞ্জ ও মোহামেডান। 

রহমতগঞ্জের জালে গোল বন্যার শুরু হয় মোহামেডান মিডফিল্ডার আশরাফুল হক আসিফের পা থাকে। ম্যাচের ১৭তম মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি। 

ম্যাচের ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সোলায়মান। ইকবালের পাস থেকে লক্ষ্যভেদ করে ম্যাচের নিজের প্রথম গোল পান তিনি।

নারী এশিয়া কাপ ফুটবল আয়োজনে আগ্রহী সৌদি আরব

এরপর ম্যাচের বাকি সময়ের প্রায় পুরোটায় এক সোলায়মানকে সাকমলাতেই হিমশিম খেয়েছেন রহমতগঞ্জের ডিফেন্ডাররা। 

বিরতিতে যাওয়ার আগে ৪০তম মিনিটে মোরসালিনের এসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন মোহামেডানের নাইজেরিয়ান মিডফিল্ডার উগোচুকউ ওবি মনেকে। 

প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান। 

ম্যাচের ৫১তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রহমতগঞ্জের মোহাম্মদ তারেক। বাকি সময়ে ১০ জন খেলে আরও চার গোল হজম করতে হয়েছে তাদের। 

৬৭তম মিনিতে ম্যাচের নিজের জোড়া গোলের পাশাপাশি দলের চতুর্থ গোল করেন সোলায়মান। দশ মিনিটের ব্যবধানে হ্যাট্রিক পূরণ করেন সোলায়মান, মোহামেডান এগিয়ে যায় ৫-০ গোলের ব্যবধানে।

দুই মিনিট পরে আরও একবার গোলদাতার তালিকায় নাম লেখান সোলায়মান। ৭৯তম মিনিটে নিজের চতুর্থ গোল করে মোহামেডানকে এগিয়ে দেন ৬-০ গোলের ব্যবধানে। 

অতিরিক্ত সময়ে রহমতগঞ্জের কফিনে শেষ পেরেক পোতেন শাহেদ হোসেন মিয়া। ৯৪ তম মিনিটে তার গোলে ৭-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। শেষ পর্যন্ত ঐ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে তারা। 

লিগ শেষে ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মোহামেডান। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ৪৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ ঢাকা আবাহনী। ১৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে জায়গা হয়েছে রহমতগঞ্জের।

স্পোর্টসমেইল২৪/এসকেডি



শেয়ার করুন :


আরও পড়ুন

জিতে অবনমন এড়ালো মুক্তিযোদ্ধা, জয়ে শেষ আবাহনীর

জিতে অবনমন এড়ালো মুক্তিযোদ্ধা, জয়ে শেষ আবাহনীর

ট্রফি ছাড়াই আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ‘শিরোপা উদযাপন’

ট্রফি ছাড়াই আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ‘শিরোপা উদযাপন’

প্রিমিয়ার লিগ থেকে অবনমিত স্বাধীনতা ক্রীড়া সংঘ

প্রিমিয়ার লিগ থেকে অবনমিত স্বাধীনতা ক্রীড়া সংঘ

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিট শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিট শিরোপা জিতলো বসুন্ধরা কিংস