বার্সেলোনায় থাকতে বেতন কমাতেও রাজি পিয়ানিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০২ আগস্ট ২০২২
বার্সেলোনায় থাকতে বেতন কমাতেও রাজি পিয়ানিচ

চলতি গ্রীষ্মকালীন দলবদলে বেশ কিছু খেলোয়াড় বিক্রি করবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সেজন্য একটা তালিকাও করেছে ক্লাবটি, যেখানে রয়েছে বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের নাম।

কিন্তু তিনি ক্লাব ছাড়তে রাজি নন। প্রয়োজনে বেতন কমিয়েও ন্যূ ক্যাম্পে থাকতে চান পিয়ানিচ। ২০২০ সালে জুভেন্টাস থেকে পিয়ানিচকে উড়িয়ে এনেছিল বার্সেলোনা।

ন্যূ ক্যাম্পে আসার পর কখনোই বার্সেলোনার একাদশে নিয়মিত হতে পারেননি পিয়ানিচ। সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালানদের জার্সি গায়ে মাত্র ৩০ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে কোনো গোল বাঁ এসিস্টও নেই তার। 

এমনকি আগের মৌসুমে তাকে তুর্কিশ ক্লাব বুসিকটাসে ধারে খেলতে পাঠিয়েছিল বার্সেলোনা। বর্তমান কোচ জাভির পরিকল্পনাতেও খুব একটা শোনা যায়নি পিয়ানিচের নাম। 

এবার স্টুডিও’র শেয়ার বিক্রি করলো বার্সেলোনা

তবে প্রাক-মৌসুমের ম্যাচগুলোতে জাভির অধীনে বেশ কয়েকটি ম্যাচেই মাঠে ছিলেন পিয়ানিচ। তাই আশা করছেন এসব ম্যাচের ফর্ম দেখে তাকে পরিকল্পনায় যুক্ত করতে আগ্রহী হবেন জাভি। 

একাধিকবার জাভিকে নিজের প্রিয় ফুটবলার হিসেবে আখ্যায়িত করেছেন পিয়ানিচ, এমনকি বার্সেলোনা বসকে নিজের আদর্শও বলে মানেন। এ কারণেই প্রয়োজনে বেতন কমিয়ে হলেও জাভির অধীনে খেলতে মরিয়া হয়ে উঠেছেন এই বসনিয়ান। 

আরও খেলোয়াড় চান জাভি, সিলভার দিকে চোখ বার্সেলোনার

তবে বার্সেলোনা বিক্রি করতে চাইলেও পিয়ানিচের উচ্চ বেতনের কথা বিবেচনা করে কোনো ক্লাবই এখনও খুব একটা আগ্রহ দেখায়নি।  ফলে তাকে বিক্রি করা খুব একটা সহজ হবে না বার্সেলোনার জন্য। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

উন্নতির জায়গা থাকলেও নতুন মৌসুমে ‘প্রস্তুত’ ম্যানইউ

উন্নতির জায়গা থাকলেও নতুন মৌসুমে ‘প্রস্তুত’ ম্যানইউ

বায়ার্নের জার্সিতে খেলবেন মানের গাড়িচালকও!

বায়ার্নের জার্সিতে খেলবেন মানের গাড়িচালকও!

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যানসিটিকে এগিয়ে রাখছেন গার্দিওয়ালা

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যানসিটিকে এগিয়ে রাখছেন গার্দিওয়ালা

লেভানডোভস্কির গোল না পাওয়া নিয়ে চিন্তিত নন জাভি

লেভানডোভস্কির গোল না পাওয়া নিয়ে চিন্তিত নন জাভি