সামাজিক যোগাযোগমাধ্যমে ও নিজেদের ওয়েবসাইটে বার্সেলোনার ছবি কিঙ্গা ভিডিও কন্টেন্টগুলো দেওয়া হয় বার্সা স্টুডিওর মাধ্যমে। শুধু ছবি কিংবা ভিডিও কন্টেন্ট নয়, এর অধীনে রয়েছে একটি থিয়েটারও। যেখানে সাধারণ মানুষ বসে সিনেমা দেখতে পারে কিংবা নিজেদের মতো করে সময় কাটাতে পারে। এবার সেই স্টুডিওর ২৪.৫ শতাংশ শেয়ার বিক্রি করেছে কাতালান ক্লাবটি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তে।
সোমবার (১ আগস্ট) হুয়ান লাপোর্তে এক সংবাদমাধ্যমে জানান ক্রীড়া সমর্থকদের মধ্য জনপ্রিয় প্রতিষ্ঠান সোকিয়োস ডট কমের কাছে বার্সা স্টুডিওর ২৪.৫ শতাংশ শেয়ার বিক্রি করা হয়েছে। এর মাধ্যমে নিজেদের ইকোনোমিক লেভারের চতুর্থ ধাপ উন্মক্ত করে দিলো ক্লাবটি।
সোকিয়োস ডট কমের কাছে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা স্টুডিওর শেয়ার বিক্রি করা হয়েছে বলে জানান তিনি। এর ফলে, কুন্দে ও রবার্ট লেভানডোভস্কিকে লা লিগায় খেলাতে দলটি কোনো সমস্যায় থাকলো না।
দল-বদলের বাজারে সবচেয়ে বেশি অর্থ খরচ করা ক্লাবের তালিকায় সবার উপরে আছে বার্সেলোনা। নিজেদের অর্থনৈতিক দূর্দশার মধ্যেও ঘুরে দাঁড়াতে একের পর এক শেয়ার বিক্রি করছে ক্লাবটি। তবে নিজেদের কাছে ফিরিয়ে আনতে পারবে এমন শর্তও দিয়ে রেখছে তারা।
এর আগে ক্লাবটি নিজেদের টিভি স্বত্ব, মার্চেন্ডাইজ স্বত্ব বিক্রি করেছিল। এছাড়াও চলতি মৌসুমের আগে জার্সি স্পনসর হিসেবে রাকুতেনের বদলি হিসেবে স্পটিফাইকে নিয়ে আসে বার্সেলোনা। এমনকি ঘরের মাঠ ক্যাম্প ন্যু’র নামও বদলে রাখা হয়েছে স্পটিফাই ক্যাম্প ন্যু।
বর্তমান দল-বদল মৌসুমে ১৬০ মিলিয়ন ইউরো খরচ করেছে বার্সেলোনা। এই সময়ে মোট সাত ফুটবলারকে দলে নিয়েছে ক্লাবটি। আসন্ন ২০২২-২৩ মৌসুমে রায়ো-ভায়োকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু করবে কাতালানরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর