নতুন মৌসুমে নতুন কোচ এরিক টেন হাগের অধীনে মাঠে নামবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেইড। এক সপ্তাহ পর ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মৌসুমের প্রথম ম্যাচে ইউনাইটেডের প্রতিপক্ষ ব্রাইটন। প্রাক-মৌসুম শেষে উন্নতির জায়গা থাকলেও নিজেদের প্রস্তুত বলছেন এরিক টেন হাগ।
স্যার অ্যালেক্স ফার্গুসন কোচিং থেকে অবসর নেওয়ার পর ৯ বছরে আটজন কোচ বদল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু কেউই ওল্ড ট্রাফোর্ডের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারেনি।
তবে এরিক কোচ হয়ে আসার পর পুরোনো রুপে ফেরার স্বপ্ন দেখছেন রেড ডেভিলর সমর্থকরা। যদিও প্রাক-মৌসুম বা দলবদলের বাজার, কোথাও কোনো চমক দেখাতে পারেনি ইউনাইটেড।
লিভারপুলের বিপক্ষে বড় জয়ে প্রাক-মৌসুম শুরু করলেও বাকি ম্যাচগুলোতে খুব একটা ভালো ফল করতে পারেনি তারা। যদিও প্রাক-মৌসুমের ম্যাচগুলো সাধারণত দলীয় একাদশ বা ফর্মেশন ঠিক করতেই বেছে নেন প্রত্যেক দলের কোচরা।
বায়ার্নের জার্সিতে খেলবেন মানের গাড়িচালকও!
কিন্তু দলবদলের বাজারেও খুব ভালো করতে পারেনি তারা। বার্সেলোনা থেকে ডাচ মিডফিল্ডার ফ্রাংকি ডি ইয়ংকে দলে ভেড়ানোর চেষ্টা করেও এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি তারা।
দলবদলে উল্লেখ করার মতো শুধু ডাচ ক্লাব আয়্যাক্স থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেসকে দলে ভিড়িয়েছে ইউনাইটেড। দলবদলের এরকম হাল দেখে বরং ক্রিস্টিয়ানো রোনালদো দল ছেড়ে যেতে চেয়েছেন, যদিও এখন পর্যন্ত সেটা হয়নি।
তবে প্রাক-মৌসুমের প্রস্তুতিতে বেশ সন্তষ্টি প্রকাশ করেছেন ইউনাইটেড বস এরিক টেন হাগ। নতুন মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত বলেও দাবি করেন তিনি।
বলেন, “আমার মনে হয়, বেশ ভালো একটি প্রাক-মৌসুম কেটেছে আমাদের। বেশ উন্নতি করেছি আমরা। নতুন মৌসুমের জন্য আমরা প্রস্তুত।”
যদিও নিজেদের এখনো অনেক উন্নতি করার জায়গা রয়েছে বলে মনে করেন হাগ। “আমি জানি, উন্নতির জায়গা এখনও আছে। আমাদের আরও উন্নতি করতে হবে, তবে এই প্রক্রিয়া তো মৌসুম জুড়েই চলতে থাকে। তবে, পরের সপ্তাহের জন্য আপাতত, ফলাফলই মুখ্য” যোগ করেন ইউনাইটেড বস।
২০২১-২২ মৌসুমে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন পয়েন্ট নিয়ে ইপিএল শেষ করেছে ম্যানইউ। চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ার দৌড় থেকে ছিটকে যাওয়ার বটেই কিছুটা ভাগ্যের ছোয়া পেয়েই ইউরোপা লিগে অংশ নেওয়া নিশ্চিত করতে পেরেছে তারা।
ইউনাইটেডের অনুশীলনে হাস্যোজ্জ্বল রোনালদো
ফলে নতুন মৌসুমে নতুন কোচের সামনে অপেক্ষা করছে একগাদা চ্যালেঞ্জ। ইউনাইটেড সমর্থকরা অবশ্য আশা করছেন, এরিকের অধীনেই হারানো গৌরব ফিরে পাবেন।
স্পোর্টস্পমেইল২৪/এসকেডি