নতুন চ্যালেঞ্জের আশায় লিভারপুল থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন সেনেগালিজ স্ট্রাইকার সাদিও মানে। দলটি যোগ দেওয়ার পর আপদকালীন সময়ের জন্য তার গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেনিন জাতীয় দলের ফুটবলার সেগবে আজানকপো। বেনিনের এই ফুটবলারকে এবার দেখা যাবে বায়ার্ন মিউনিখের জার্সিতে।
আজানকপোর সাথে সাদিও মানের সম্পর্ক নতুন নয়। ফরাসি ক্লাব মেটজের একাডেমিতে একই সাথে নাম লিখিয়েছিলেন তারা দু’জন। সেখান থেকে মানে মেটজের মূল দলে জায়গা করে নিলেও ব্যর্থ ছিলেন আজানকপো।
তাই দুইজনের পথ ভিন্ন হয়েছে। মেটজ থেকে আরবি সলজবুর্গ, সাউদহ্যাম্পটন, লিভারপুল হয়ে মানের ঠিকানা হয়েছে বায়ার্ন মিউনিখ। বিপরীতে সেগবে আজানকপো মেটজ থেকে স্লোভাকিয়া, রোমানিয়া ও লুক্সেমবার্গের বিভিন্ন ক্লাবে খেলেন। সেখান থেকে নাম লেখান ইংল্যান্ডের দ্বিতীয় ও তৃতীয় ফুটবল লিগের ক্লাবে।
২০২১-২২ মৌসুমে তার চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোথাও চুক্তিবদ্ধ হতে পারছিলেন না আজানকপো। সেই সময়ে জার্মানিতে সাদিও মানের ড্রাইভার হিসেবে কাজ শুরু করেছিলেন বেনিনের এই ফুটবলার।
পরে সাদিও মানের করে দেওয়া সুযোগেই বায়ার্নে ট্রায়াল দেন আজানকপো। সেখানেই বাভারিয়ান কর্তাব্যক্তিদের নজর কাড়েন। তাকে বায়ার্নের রিজার্ভ দলে চুক্তিবদ্ধ করে নেওয়া হয়। রিজার্ভ দলে জায়গা করে নেওয়ায় বায়ার্ন মিউনিখ মূল দলের সাথে অনুশীলন করতে পারবেন। নজর কাড়তে পারলে, মাঠে নামার সুযোগও রয়েছে।
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের ক্লাবগুলোতে খেলতে না পারলেও বেনিন জাতীয় দলের নিয়মিত মুখ আজানকপো। সর্বশেষ আফ্রিকান কাপ অব নেশনসে (অ্যাফকন) বেনিন স্কোয়াডের সদস্য ছিলেন। এমনকি খেলেছিলেন ২০২৩ অ্যাফকন বাছাইপর্বে সেনেগালের বিপক্ষে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর