নারী এশিয়া কাপ ফুটবল আয়োজনে আগ্রহী সৌদি আরব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০২ পিএম, ০১ আগস্ট ২০২২
নারী এশিয়া কাপ ফুটবল আয়োজনে আগ্রহী সৌদি আরব

নারী এশিয়া কাপ ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন চীন

২০২৬ নারী এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে চার দেশ। অস্ট্রেলিয়া, জর্ডান, উজবেকিস্তানের পাশাপাশি এ তালিকায় রয়েছে সৌদি আরব। সোমবার (১ আগস্ট) এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিডিং প্রক্রিয়া অনুসারে এএফসি এখন বিডিংয়ে আগ্রহী সদস্য দেশগুলোর সঙ্গে প্রয়োজনীয় ডুকমেন্টস নিয়ে কাজ করবে। আগামী বছর বিজয়ী রাষ্ট্র ও এসোসিয়েশনের নাম ঘোষণা করা হবে।

নারীদের এ টুর্নামেন্টের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলে জানিয়েছে মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। যার প্রমাণ হিসেবে বলা হচ্ছে, ২০২৬ নারী এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে চার দেশের আগ্রহ প্রকাশ।

নারীদের এ ফুটবল আসরে আয়োজনে সৌদি আরব নির্বাচিত হলে ইতিহাস গড়বে তারা। প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক নারী টুর্নামেন্ট আয়োজন করবে সৌদি আরব।

অস্ট্রেলিয়া সর্বশেষ ২০০৬ সালে নারী এশিয়ান কাপ আয়োজন করেছিল। যেখানে সর্বশেষ আসর বসেছিল ২০২২ সালে ভারতে। নারীদের এ আসরে বর্তমার চ্যাম্পিয়ন চীন।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে রেকর্ড নবম বারের মতো এ শিরোপা অর্জন করেছে তারা। এছাড়া উজবেকিস্তান এর আগে নারীদের এ টুর্নামেন্ট আয়োজন করেনি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার এশিয়া কাপ আরব আমিরাতে

শ্রীলঙ্কার এশিয়া কাপ আরব আমিরাতে

জার্সি খুলে নারী ফুটবলারের উল্লাস, ফিরলো দুই যুগের স্মৃতি

জার্সি খুলে নারী ফুটবলারের উল্লাস, ফিরলো দুই যুগের স্মৃতি

দলবদলে ‘অপ্রয়োজনীয়’ ১১ জনকে বিক্রি করবে পিএসজি!

দলবদলে ‘অপ্রয়োজনীয়’ ১১ জনকে বিক্রি করবে পিএসজি!

১৮ বছরের নারীকে ধর্ষণ, ৫০ হাজার ইউরোতে জামিন

১৮ বছরের নারীকে ধর্ষণ, ৫০ হাজার ইউরোতে জামিন