আমরা তিনজন ভালো থাকলে পিএসজিও ভালো থাকবে: নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৪ পিএম, ০১ আগস্ট ২০২২
আমরা তিনজন ভালো থাকলে পিএসজিও ভালো থাকবে: নেইমার

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র, যে কোনো দলের জন্য স্বপ্নের আক্রমণভাগ। যদিও বাকি ক্লাবগুলোর জন্য স্বপ্নের হলে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে।

তবে দলের আক্রমণভাগে মেসি, নেইমার ও এমবাপে থাকলেই যে সব জিতে যাবে পিএসজি এমন নয়। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো লাগবে, তবেই সাফল্য পাবে দল। নেইমারের আশা তাদের তিনজনের ভালো সময় কাটবে মাঠে। তারা ভালো থাকলে পিএজসিও ভালো থাকবে বলে মনে করেন নেইমার 

“আশা করি আমাদের তিনজনের সময় যেন ভালো কাটে। তিনজন বলতে আমি, লিও (মেসি) ও এমবাপে। আমরা তিনজন ভালো থাকলে পিএসজিও ভালো থাকবে” যোগ করেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। 

২০২১ সালে অর্থনৈতিক সংকটে মেসি সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি। সুযোগ বুঝে ফ্রিতে আর্জেন্টাইন ফুটবলারকে দলে ভিড়িয়েছে পিএসজি। কাড়ি কাড়ি টাকা খরচ করে এতসব খেলোয়াড় দলে ভেড়ানোর মূল উদ্দেশ্য অধরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা। 

দুর্দান্ত নেইমার ও মেসি, ফরাসি সুপার কাপ জিতলো পিএসজি

অভিষেক মৌসুমে মেসি ছিলেন নিজের ছায়া হয়ে। এমনকি গ্যালারি থেকে সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছে তাকে। বন্ধু মেসিকে নিয়ে এমন সমালোচনায় বিরক্ত নেইমার।

তার মনে হয় মেসিকে নিয়ে মানুষ একটু বেশিই কথা বলে। বলেন, "আমার মনে হয়, লোকে (মেসিকে নিয়ে) বেশি কথা বলে। (ক্লাবে) প্রতিদিন কী ঘটে কিংবা ভেতরে ভেতরে কী ঘটে সেসব তো লোকে জানে না। লিও তো লিওই। সে কখনো পাল্টাবে না। সে সব সময় পার্থক্য গড়ে দেবে।" 

sportsmail24

কিছুদিন জাপানে প্রাক-মৌসুমের ম্যাচে ডাইভ দিয়ে সমালোচিত হয়েছেন নেইমার। অনেকে বলছেন মাঠে খেলার অভিনয়টা বেশি ভালো করেন পিএসজি নম্বর টেন। এতেই চটেছেন নেইমার। বলেন, যারা ফুটবল বোঝে না তারাই এসব  বলে বেড়ায়। 

বলেন, “কিছু লোক জীবনে বলে লাথি না মেরেই উল্টাপাল্টা বকছে। লোকে কিছু বোঝে না বলেই বেশি কথা বলে।”

sportsmail24 

নেইমারের ক্লাব ছাড়া নিয়ে জল্পনা-কল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। এর মধ্যে ফরাসি সুপার কাপে নেনেসের বিপক্ষে জোড়া গোল করে নিজেকে আরও একবার প্রমাণ করেছেন নেইমার। এছাড়া মেসির গোলেও সহায়তা রয়েছে এই  ব্রাজিলিয়ান ফুটবলারের।

স্পোর্টসমেইল২৪/এসকেডি


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনা বা বিশ্বকাপ নয়, এখন মেসির ভাবনায় পিএসজি: গাল্টিয়ের

বার্সেলোনা বা বিশ্বকাপ নয়, এখন মেসির ভাবনায় পিএসজি: গাল্টিয়ের

প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল

প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল

পিএসজির ডেরা ছাড়তে চান না নেইমার

পিএসজির ডেরা ছাড়তে চান না নেইমার

মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় পিএসজি

মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় পিএসজি