প্রাক মৌসুম অনুশীলন কিংবা প্রস্তুতি ম্যাচে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। গুঞ্জন ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাতে পারেন। সেই গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত রেড ডেভিলদের জার্সিতে দেখা মিলেছে এই পর্তুগিজ তারকার। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে রোনালদো লিখেছেন, “হ্যাপি টু বি ব্যাক”।
রোববার (৩১ জুলাই) স্প্যানিশ ক্লাব রায়ো ভায়োকানোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও সবার নজর ছিল রোনালদোর উপর।
ইউনাইটেড কোচ এরিক টেন হাগ শুরুর একাদশেই রোনালদোকে মাঠে নামান। প্রথম একাদশে থাকলেও অবশ্য পুরো ম্যাচ খেলা হয়নি তার। প্রথমার্ধ শেষেই তাকে তুলে নেন কোচ হাগ।
এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ওল্ড ট্রাফোর্ডে খেলতে নেমেছিল ইউনাইটেড। সর্বশেষ ২০২১-২২ মৌসুমে ব্রাইটনের বিপক্ষে নিজেদের মাঠে ৪-০ গোলে হেরেছিল রেড ডেভিলরা। প্রত্যাবর্তনের ম্যাচে দূর্বল প্রতিপক্ষ পেয়েও জয় তুলে নিতে পারেনি ইউনাইটেড। রায়ো ভায়োকানোর বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ে।
Happy to be back pic.twitter.com/Fp6dpBTXcb
— Cristiano Ronaldo (@Cristiano) July 31, 2022
রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচ শেষে সামাজিক যোগাযোমাধ্যমে ম্যাচের একটি ছবি আপলোড দেন রোনালদো। সেখানে ক্যাপশনে রোনালদো লিখেন, “হ্যাপি টু বি ব্যাক।” যার বাংলা অর্থ দাঁড়ায়, “ফিরতে পেরে খুশি।”
এর আগে তার ইউনাইটেডে থাকা না থাকা নিয়ে ডালপালা মেলেছিল নানা গুঞ্জন। সেই গুঞ্জন সরিয়ে শেষ পর্যন্ত ইউনাইটেডের জার্সিতেই হয়তো দেখা যাবে তাকে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর