গোল না করলেও নুনেসের পারফর্মেন্স ছিল দুর্দান্ত: ক্লপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ৩১ জুলাই ২০২২
গোল না করলেও নুনেসের পারফর্মেন্স ছিল দুর্দান্ত: ক্লপ

লিভারপুলের জার্সিতে প্রথম প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচে গোল পেয়েছেন, দল শিরোপা জিতেছে এর থেকে ভালো অভিষেক বোধহয় আর হতে পারতো না উরুগুইয়ান ফুটবলার দারউইন নুনেসের। 

এর সাথে যোগ হলো ম্যাচ শেষে কোচ ইয়ুর্গেন ক্লপের প্রশংসা। অভিষেক ম্যাচটা যেন স্বপ্নের মতোই কাটালেন নুনেস। 

৫৯তম মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন। তিনি মাঠে আসার ১১ মিনিটের মাথায় গোল হজম করে লিভারপুল। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জেতা ম্যাচে শেষ দুই গোলেই নাম জড়িয়ে আছে তার। 

৮৩ মিনিটে তার হেড সিটি ডিফেন্ডারের হাত লাগলে পেনাল্টি পায় অলরেডরা, গোল করেন সালাহ। অতিরিক্ত সময়ে নিজেই খুঁজে নেন সিটির জাল, অভিষেক ম্যাচে করেন দারুণ এক গোল।

লেভানডোভস্কির গোল না পাওয়া নিয়ে চিন্তিত নন জাভি

তবে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপের মতে, গোল না করলেও নুনেসের পারফর্মেন্স দুর্দান্তই থাকতো। 

বলেন, “আমার মনে হয় তৃতীয় গোলটা না করলেও দারউইন (নুনেস) দুর্দান্তই থাকত, কারণ পেনাল্টিটা এসেছিল মিলির (জেমস মিলনার) ক্রস ও তার হেড থেকে। আমাদের সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে সে যেভাবে মানিয়ে নিয়েছে এটা দারুণ।”

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ১৬ বছর পর কমিউনিটি শিল্ডের শিরোপা জিতলো লিভারপুল। এই জয়ে সর্বোচ্চ শিরোপা জয়ে আর্সেনালের ১৬ শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছে অলরেডরা। ২১ শিরোপা নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনা বা বিশ্বকাপ নয়, এখন মেসির ভাবনায় পিএসজি: গাল্টিয়ের

বার্সেলোনা বা বিশ্বকাপ নয়, এখন মেসির ভাবনায় পিএসজি: গাল্টিয়ের

ইউনাইটেডের অনুশীলনে হাস্যোজ্জ্বল রোনালদো

ইউনাইটেডের অনুশীলনে হাস্যোজ্জ্বল রোনালদো

নতুন ভূমিকায় ইউনাইটেডে ফিরছেন  ফার্গুসন

নতুন ভূমিকায় ইউনাইটেডে ফিরছেন ফার্গুসন

সিটিকে হারিয়ে ১৬ বছর পর লিভারপুলের ঘরে শিরোপা

সিটিকে হারিয়ে ১৬ বছর পর লিভারপুলের ঘরে শিরোপা