ফরাসি সুপার কাপের লড়াইয়ে প্যারিস সেন্ট জার্মেইনের প্রতিপক্ষ নন্তেস। এই ম্যাচের আগে পিএসজি কোচ ক্রিস্টোফি গ্যাল্টিয়ের জানিয়েছেন, মেসি এখন বার্সেলোনা কিংবা বিশ্বকাপ নয়, বরং পিএসজিকে নিয়ে ভাবছেন। রোববার (৩১ জুলাই) রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে নন্তেসের মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা।
ফরাসি সুপার কাপের ফাইনালে নন্তেসের মুখোমুখি হওয়ার আগে অবশ্য পিএসজির ডেরায় রয়েছে একটি দুঃসংবাদও। আগের মৌসুমে পাওয়া নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না দলটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এই ফরাসি তুর্কি না থাকলেও দেখা যাবে মেসি ও নেইমারকে।
ফরাসি ক্লাবটিতে দ্বিতীয় মৌসুম শুরুর আগেই অবশ্য মেসির বার্সেলোনায় ফেরা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ ও সভাপতি হুয়ান লাপোর্তে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ২০২৩ সালে মেসি কাতালুনিয়ায় ফিরবেন।
এই ঘোষণার পর পিএসজি কোচ সরাসরিই জানিয়ে দিয়েছেন, বার্সেলোনা বা বিশ্বকাপ নয় মেসি এখন ভাবছেন পিএসজিতে নিজের দ্বিতীয় মৌসুম নিয়ে। এই মৌসুমে মেসি নিজের পুরোনো রুপে ফিরতে পারবে বলে বিশ্বাস গাল্টিয়েরের।
মেসির পাশাপাশি নেইমারও নিজের পুরোনো সেই ঝলকে ফিরবেন বলে বিশ্বাস করেন এই কোচ। নেইমারকে নিয়ে তার ভাষ্য, “একটা অনুশীলনও সেশনও নেইমার মিস করেননি। এখানে সে দারুণ খুশি ও পেশাদার। ভালো খেলতে কঠোর পরিশ্রম করছে।”
নন্তেসের বিপক্ষে এই ম্যাচ দিয়েই শিরোপা উৎসব শুরু করতে চান গ্যাল্টিয়ের। সবাই পিএসজিকে নতুন রুপে দেখবেন বলেও মত তার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর