মাত্র ১১২ দিন পর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। ইতিমধ্যে বিশ্বকাপকে ঘিরে পৃথিবী জুড়ে শুরু হয়েছে উন্মাদনা।
ফিফা আগেই ঘোষণা দিয়েছিল, এবারের বিশ্বকাপ অন্য বিশ্বকাপের থেকে আলাদা হবে। কাতারে শুরু থেকে শেষ পর্যন্ত একই হোটেলে থাকবে অংশ নেওয়া ৩২টি দল। একই ভেন্যুতে অনুশীলন করবে।
এর মধ্যে ২৪টি দল কাতারের রাজধানী দোহায় একে অপরের থেকে কম দূরত্বের মধ্যে থাকবে। এছাড়া বেশিরভাগ দলই থাকবে মাত্র ১০ কিলোমিটারের মধ্যে।
বিশ্বকাপ চলাকালীন খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম ও অনুশীলনের সুযোগ দিতেই এই ব্যবস্থা নিয়েছে ফিফা, এমনটিই জানিয়েছেন ফিফার প্রধান অপারেটিং কর্মকর্তা কলিন স্মিথ।
শুরু থেকে শেষ; একই হোটেল, একই অনুশীলন ভেন্যু!
কাতার বিশ্বকাপে মেসির দল আর্জেন্টিন থাকবে কাতার বিশ্ববিদ্যালয়েই। বিশ্বকাপে মেসিদের শেষ ম্যাচ পর্যন্ত একই জায়গাতেই থাকবে তারা। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগেই কাতারে পৌঁছাবে মেসির দল। আর বিশ্বকাপের পুরোটা সময় তাদের অনুশীলন এবং থাকার ব্যবস্থা করা হচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
শুধু আর্জেন্টিনাই নয় কাতার বিশ্ববিদ্যালয়ে থাকবে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনও। পাশাপাশি থেকেই বিশ্বকাপ খেলবে তারা।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে রাখার ব্যবস্থা করা হয়েছে দ্যা ওয়েস্টিন দোহা হোটেল অ্যান্ড স্পা’তে। এখানে থেকেই অনুশীলন করবে নেইমারের দল। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল থাকবে আল সামারিয়া অটোগ্রাপ কালেকশন হোটেলে।
কিলিয়ান এমবাপের ফ্রান্স থাকবে আল মেসিলিয়া হোটেলে। এছাড়া জুলাল ওয়েলনেস হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির।
অভিষেকের অপেক্ষায় কাতার বিশ্বকাপের ফাইনাল ভেন্যু
সর্বমোট আটটি স্টেডিয়ামে পুরো কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। চলতি বছরের ২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের ফিফা বিশ্বকাপের। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ২২তম ফুটবল বিশ্বকাপ তথা কাতার বিশ্বকাপ। ফাইনালসহ মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বকাপে। গ্রুপ পর্বে হবে ৪৮টি ম্যাচ।
কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দলের হোটেল:
আর্জেন্টিনা:কাতার বিশ্ববিদ্যালয়
অস্ট্রেলিয়া: অ্যাসপায়ার একাডেমি
বেলজিয়াম: হিলটম সালহা বিচ রিসোর্ট
ব্রাজিল: দ্যা ওয়েস্টিন দোহা হোটেল অ্যান্ড স্পা
ক্যামেরুন: ব্যানান ট্রি দোহা
কানাডা: সেঞ্চুরি প্রিমিয়ার হোটেল, লুসাইল
কোস্টারিকা: দুসিটডিটু সালহা
ক্রোয়েশিয়া: হিলটন দোহা
ডেনমার্ক: রেতরাজ সালহা রিসোর্টর
ইকুয়েডর: হ্যায়াত রিজেন্সি অরিয়ক্স, দোহা
ইংল্যান্ড: সৌক আল ওয়াকরা হোটেল
ফ্রান্স: আল মেসিলা
জার্মানি: জুলাল ওয়েলনেস রিসোর্ট
ঘানা: ডাবল ট্রি বাই হিলটন দোহা
ইরান: আল রায়হান দোহা কিউরিও কালেকশন বাই হিলটন
জাপান: রেডিসন ব্লু
মেক্সিকো: সিমাইসমা
মরক্কো: ওয়াইন্ডাম দোহা, ওয়েস্ট বাই
পোল্যান্ড: এযদান প্যালেস হোটেল
পর্তুগাল: আল সামারিয়া অটোগ্রাপ কালেকশন হোটেল
কাতার: আল আজিজিয়াহ হোটেল
সৌদি আরব: সেলাইন বিচ
সেনেগাল: দুহাইল হ্যান্ডবল স্পোর্টস হল
সার্বিয়া: রিক্সোস গলফ হোটেল, দোহা
স্পেইন: কাতার বিশ্ববিদ্যালয়
দক্ষিণ কোরিয়া: লে মেরিডিয়ান সিটি সেন্টার
সুইজারল্যান্ড: লা রয়্যাল মেরিডিয়ান
তিউনিসিয়া: ওয়াইন্ডাম গ্রান্ড দোহা, ওয়েস্ট বাই
ওয়েলস: ডেল্টা হোটেলস সিটি সেন্টার
উরুগুয়ে: পুলম্যান দোহা ওয়েস্ট বাই
যুক্তরাষ্ট্র: মার্সা মালায কেমপিনসকি
স্পোর্টসমেইল২৪/এসকেডি