জয়ে শেষ বার্সেলোনার প্রাক মৌসুম প্রস্তুতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ পিএম, ৩১ জুলাই ২০২২
জয়ে শেষ বার্সেলোনার প্রাক মৌসুম প্রস্তুতি

২০২১-২২ মৌসুমে শিরোপাহীন থাকা বার্সেলোনার সামনে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে কাজ করেছে প্রাক মৌসুম প্রস্তুতি। মার্কিন মুলুকে প্রস্তুতির শেষটাও জয় দিয়ে করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। সবাই নিজেদের সেরা ছন্দ প্রমাণ করলেও সদ্যই কাতালান শিবিরে আসা রবার্ট লেভানডোভস্কি ছিলেন নিষ্প্রভ।

রোববার (৩১ জুলাই) মেজর লিগ সকারের দল (এমএলএস) নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ২-০ গোলের জয় পায় বার্সেলোনা। ম্যাচের শুরু থেকে কিছুটা আধিপত্য দেখানো শুরু করে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

কাতালানদের সেই আধিপত্যে ছেদ টানে নিউইয়র্ক। গোল না পেলেও বার্সেলোনাকে আটকে রাখার কৃতিত্ব তাদেরই। ম্যাচের ২৮তম মিনিটে রোনাল্ড আউরাজো রেফারির সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন।

এর আগে দুই দুইটি সহজ সুযোগ মিস করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। ফলে প্রাক মৌসুম প্রস্তুতি তাকে থাকতে হলো গোলহীন। লেভানডোভস্কি না পারলেও ডেম্বেলে অবশ্য সুযোগ হাতছাড়া করেননি। ৪১তম মিনিটে ডি বক্সের ভিতর আনমার্কড থাকা ডেম্বেলে বল পয়েই গোল করেন।

প্রথমার্ধে আর কোনো গোল না পাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা। বিরতি থেকে ফিরে আবারও গোল মিসের মহড়ায় বসেন লেভানডোভস্কি। সাথে আনসু ফাতিও পারেননি বল জালে জড়াতে। গোল করতে মরিয়া বার্সেলোনার ১-০ গোলে জয় পাওয়াটা যখন একরকম নিশ্চিতই হয়ে ছিল, তখন নিউইয়র্ক বুলসের এডেলম্যান লাল কার্ড দেখলে স্বাগতিকরা ১০জনের দলে পরিণত হয়।

সেই সুযোগে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে স্কোরশিটে নাম তোলেন মেম্ফিস ডিপাই। এই ডাচ তারকার গোলে বার্সেলোনার ২-০ গোলের জয় নিশ্চিত হয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

‘কুন্দে’ লড়াইয়েও চেলসিকে হারালো বার্সেলোনা

‘কুন্দে’ লড়াইয়েও চেলসিকে হারালো বার্সেলোনা

প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল

প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল

২০২৩ সালে মেসিকে বার্সেলোনায় চান জাভি

২০২৩ সালে মেসিকে বার্সেলোনায় চান জাভি

মার্কিন মুলুকে ‘দুয়ো’ শুনলেন পিকে

মার্কিন মুলুকে ‘দুয়ো’ শুনলেন পিকে