জার্মান সুপার কাপের ফাইনালে আট গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুললো বায়ার্ন মিউনিখ। প্রথমার্থে তিন গোলে এগিয়ে গেলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাইপজিগ। তবে আধিপত্য বিস্তার করে খেলা বায়ার্নের বিপক্ষে শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল পাওয়ায় শিরোপা নিশ্চিত করে বায়ার্ন।
শনিবার (৩০ জুলাই) লাইপজিগের রেড বুল অ্যারেনায় স্টেডিয়ামে লাইপজিগকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে জার্মান চ্যাম্পিয়নরা। জার্মান সুপার কাপে বায়ার্নের এটি টানা তৃতীয় ও রেকর্ড দশম শিরোপা।
শিরোপা জয় করা বায়ার্নের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছেণন সাদিও মানে। এছাড়া জামাল মুসিয়ালা, বাঁজামাঁ পাভার্দ, সের্গে জিনাব্রি ও লেরয় সানে একটি করে গোল করেন।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বায়ার্ন। ১৪তম মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন মুসিয়ালা। কর্নার কিক থেকে আসা বল ঠিক মতো ক্লিয়ার করতে না পারায় লাইপজিগে গোল বারে বল পাঠান জার্মান অ্যাটাকিং এ মিডফিল্ডার।
১-০ গোলে এগিয়ে থাকা বায়ার্ন ব্যবধান দ্বিগুন করে ম্যাচে ৩১তম মিনিটে। এবার গোল করেন অভিষিক্ত মানে। মাঠের বাঁ দিক থেকে জিনাব্রির পাস থেকে ডি বক্সের মুখ থেকে বল জালে পাঠান সেনেগালের এ ফরোয়ার্ড। এরপর বিরতির আগে ৪৫তম মিনিটে গোলে ব্যবধান আরও একবার বাড়িয়ে দেন পাভার্দ।
৩-০ গোলে পিছিয়ে থেকে বিরতির পর গোলের দেখা পায় লাইপজিগ। ম্যাচের ৫৯তম মিনিটে ব্যবধান কমায় মার্সেল হালস্টেনবার্গ। যদিও আবারও তিন গোলের লিড নিতে খুব বেশি সময় নেয়নি বায়ার্ন। ছয় মিনিট পর ৬৫তম মিনিটে দলকে আরও একটি গোল উপহার দেন জিনাব্রি।
ম্যাচের ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ক্রিস্তোফা এনকুনকু। আর নির্ধারিত সময়ের মাত্র এক মিনিট বাকি থাকতে নিজেদের তৃতীয় গোলের দেখা পায় লাইপজিগ। দলের স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো গোল করে গোল ব্যবধান দাঁড় করায় ৪-৩ তে।
মাত্র এক গোলের ব্যবধান থাকায় জমে ওঠে খেলা। অপেক্ষা ছিল নাটকীয় কোনো কিছু ঘটার। যদিও যোগ করা সময়ের ৮ম মিনিটে (৯০+৮) দরের জয় নিশ্চিত করেন সানে। ফলে শেষ পর্যন্ত ৫-৩ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
স্পোর্টসমেইল২৪/আরএস