রিয়াল মাদ্রিদের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দের উপর চোখ পড়েছে ইংলিশ ক্লাব লিভারপুলের। নতুন মৌসুম শুরুর আগেই তাকে অ্যানফিল্ডে উড়িয়ে নিতে চায় তারা।
অলরেড বস ইয়ুর্গেন ক্লপই মূলত ভালভার্দের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী তিনি রীতিমতো ভালভার্দের জন্য অপেক্ষায় রয়েছেন।
তবে লিভারপুল যতই আগ্রহ দেখাক, ভালভের্দে নতুন মৌসুমে নতুন ঠিকানার দেখার সম্ভাবনা কার্যত শূন্য! ২০২১-২২ মৌসুমেও রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে মাঠে ছিলেন তিনি।
রিয়াল বস কার্লো আনচোলেত্তিও ভালভার্দের পারফর্মেন্স নিয়ে যথেষ্ট খুশি। রিয়ালের মাঝ মাঠের অন্যতম চালিকা শক্তি ধরা হচ্ছে এই উরুগুইয়ান মিডফিল্ডারকে।
হল্যান্ডের জন্য বায়ার্ন ছাড়েননি লেভানডোভস্কি
তবে নতুন মৌসুমে জায়গা ধরে রাখতে অদৃশ্য লড়াই করতে হবে সদ্য দলে আসা ফরাসি মিডফিল্ডার চৌমেনির সঙ্গে। সে কারণেই অনেকে ধারণা করছেন ভালভার্দে যেতে চাইলেও যেতে পারেন।
এছাড়া গুঞ্জন রয়েছে রিয়াল বসের সঙ্গে সম্পর্ক নাকি খুব একটা ভালো নয়। অন্যদিকে নিজের আসল পজিশন ছেড়ে অন্য পজিশনেও খেলতে হচ্ছে তাকে। কিন্তু দল ছেড়ে দেওয়ার মতো গুঞ্জন এখনো শোনা যায়নি।
তবে লিভারপুল সহজে হাল ছেড়ে দিবে না। মাঝমাঠে প্রতিপক্ষের উপর দাপট দেখিয়ে খেলতে পারে এমন একজন মিডফিল্ডারের খোজে অনেকদিন ধরেই রয়েছে তারা।
সেক্ষেত্রে ভালভার্দেই তাদের প্রথম পছন্দ। কিন্তু রিয়াল থেকে তাকে দলে ভেড়ানো যথেষ্ট কষ্টসাধ্য এটাও ভালো করেই জানে ইংলিশ ক্লাবটি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি