মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের সাথে একই গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রতিযোগীতার ৬ষ্ঠ আসরে ড্র’র পরে এটা জানা যায়।
চলতি বছরের ৬ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমুন্ডুতে শুরু হবে নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ আসর। এই আসরের আগে শনিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ড্র।
প্রতিযোগীতার ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দীর্ঘদিন ফিফার নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তান এবার নারীদের সাফে খেলতে পারবে। ফিফার নিষেধাজ্ঞায় এতোদিন আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ ছিল দেশটি।
টুর্নামেন্টের গ্রুপ ‘বি’-তে খেলবে নেপাল, ভূটান ও শ্রীলঙ্কা। ২০১০ থেকে এখন পর্যন্ত পাঁচবার আয়োজিত হয়েছে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগীতা সাফ। প্রত্যেকবারই চ্যাম্পিয়ন শিরোপা নিজেদের ঘরে তুলেছে ভারত।
পাঁচবারের চারবার রানার্স আপ হয়েছিল নেপাল। ২০১৬ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে ফাইট দিয়েও ফাইনাল জিততে পারেনি বাংলাদেশ।
এছাড়াও ২০১৯ সালে নেপালের বিরাটনগরে অনুষ্ঠিত সবশেষ আসরে গ্রুপ রানার্স আপ হয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেবার সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর