২০২১-২২ মৌসুম শেষ হওয়ার পর গুঞ্জন উঠেছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি এই কারণে ক্লাবটির হয়ে প্রাক মৌসুম প্রস্তুতিও খেলেননি রোনালদো। তবে দল ছাড়ার সেই চেষ্টায় সফল হতে পারেননি এই পর্তুগিজ তারকা। এবার জানিয়ে দিলেন ম্যানচেস্টারের জার্সিতেই ফিরছেন তিনি।
প্রাক মৌসুম প্রস্তুতি শেষে ওল্ড ট্রাফোর্ডে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের পাশাপাশি ফিরেছেন রোনালদোও। তবে এখনো দলটির হয়ে কোনো প্রস্তুতি ম্যাচ তো বাদ করেননি কোনো অনুশীলন ম্যাচও।
এরই জেরে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি রোনালদোকে। এই পর্তুগিজ তারকা না থাকলে দলে আছেন এই মৌসুমে রেড ডেভিলদের ডেরায় যোগ দেওয়া লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান এরিকসেন।
এই ম্যাচের স্কোয়াড ঘোষণার পর ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর ভবিষ্যত নিয়ে যখন শঙ্কা জেগেছে, সেই সময় জানা গেলো রোববার (৩১ জুলাই) রেড ডেভিলদের হয়ে খেলবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকের এক কমেন্টের রিপ্লাইয়ে জানান, “সানডে দ্য কিং প্লেজ!” এর বাংলা অর্থ করে দাঁড়ায়- রোববার রাজা খেলবে! রোববার ওল্ড ট্রাফোর্ডে স্প্যানিশ ক্লাব রায়ো ভায়োকানোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচ দিয়েই হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের দ্বিতীয় মৌসুম শুরু করবেন রোনালদো।
২০২১-২২ মৌসুমের আগে রোনালদোকে ঘিরে দল-বদলের গুঞ্জন উঠেছিল। সেবার ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ইংলিশ ক্লাবটিতে যোগ দেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর