‘কুন্দে’ লড়াইয়েও চেলসিকে হারালো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৯ জুলাই ২০২২
‘কুন্দে’ লড়াইয়েও চেলসিকে হারালো বার্সেলোনা

চলতি গ্রীষ্মকালীন দলবদল হয়তো সহজে ভুলতে পারবে না চেলসি। যেভাবে একের পর এক খেলোয়াড় কেনার দৌড়ে তারা বার্সেলোনার কাছে হারছে তাতে এই দলবদল তাদের কাছে দুঃস্বপ্ন হয়েই থাকার কথা। 

সেভিয়ার তরুণ ফরাসি ডিফেন্ডার জুল কুন্দেকে নিয়ে চেলসি ও বার্সেলোনার কাড়াকাড়ি চলছিল বেশি কিছুদিন ধরেই। এমনকি এক পর্যায়ে তো চেলসির সঙ্গে প্রায় চূড়ান্ত কথাও বলেছিল সেভিলা।

কিন্তু বার্সেলোনার শেষ মুহুর্তের প্রস্তাবে আবারও পিছিয়ে পড়ে চেলসি। এরপর চেলসিও চাপ দেয়া শুরু করেছিল। তবে শেষ পর্যন্ত চেলসিকে হারিয়ে কুন্দেকে ছিনিয়ে নিয়ে এসেছে বার্সেলোনা। 

২০১৯ সালে বোর্দো থেকে থেকে সেভিলায় যোগ দিয়েছিলেন কুন্দে। তিন বছরে স্প্যানিশ ক্লাবটির হয়ে একশোর বেশি ম্যাচ খেলেছেন এই ফরাসি ডিফেন্ডার।

২০২৩ সালে মেসিকে বার্সেলোনায় চান জাভি

বার্সেলোনা ও সেভিলা কেউই কুন্দের সঠিক দাম প্রকাশ করেনি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ৫ কোটি ৫০ লাখ ইউরো দিয়ে ফরাসি ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা।

এর আগে লিডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহাকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। রাফিনহাকদে দলে ভেড়াতেও চেলসির সঙ্গে লড়াই করতে হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে। সেখানেও শেষ হাসিটা ছিল বার্সেলোনের মুখেই। 

চরম অর্থনৈতিক সংকটে পড়া বার্সেলোনা চলতি দলবদলে একাধিক ফুটবলার দলে ভিড়িয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। শুধু এই দু’জন নয় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে পোলিশ ফুটবলার রবার্ট লেভানডোভস্কিকেও দলে টেনেছে তারা। 

চলতি বছরের ১৩ আগস্ট লা-লিগায় শিরোপা অভিযান শুরু করবে বার্সেলোনা। প্রথম ম্যাচে জাভি হার্নান্দেজের দলের প্রতিপক্ষ রায়ো ভায়োকানো। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির পাঁচ গোল সমাচার: যেখানে তিনিই একমাত্র

মেসির পাঁচ গোল সমাচার: যেখানে তিনিই একমাত্র

অনুশীলনে ট্যাকল, রামোসের প্রতি ক্ষুব্ধ মেসি

অনুশীলনে ট্যাকল, রামোসের প্রতি ক্ষুব্ধ মেসি

ফার্গুসনের অনুরোধও শুনছেন না রোনালদো!

ফার্গুসনের অনুরোধও শুনছেন না রোনালদো!

কাতার বিশ্বকাপে টিকিট কালোবাজারি করলে ৬৫ লাখ টাকা জরিমানা

কাতার বিশ্বকাপে টিকিট কালোবাজারি করলে ৬৫ লাখ টাকা জরিমানা