ইকুয়েডরের ফুটবলার নিয়ে ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে চিলির আপিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৯ জুলাই ২০২২
ইকুয়েডরের ফুটবলার নিয়ে ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে চিলির আপিল

ল্যাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডেরের এক ফুটলারের বিপক্ষে পাসপোর্ট জালিয়াতি ও জন্ম তারিখ গোপনের অভিযোগ উঠেছিল। চিলির করা সেই অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় অভিযোগ খারিজ করে দিয়েছে ফিফা। এবার সেই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে চিলি।

চলতি বছরের মে মাসে চিলি ফুটবল ফেডারেশন দাবি করে ইকুয়েডরের ডিফেন্ডার বায়রন কাস্তিলো জন্ম ১৯৯৫ সালে, কলম্বিয়ার টুমাকোয়। তবে ইকুয়েডর তাদের নথিপত্রে কাস্তিলোর জন্ম ১৯৯৮ সালে ইকুয়েডরের প্লায়াস শহরে বলে জানায়।

ইকুয়েডর কাস্তিলোকে খেলানোর জন্য ভুয়া পাসপোর্ট ও জন্মসনদ ব্যবহার করেছে বলে দাবি চিলির। বিশ্বকাপ বাছাইপর্বে আটটি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার।

চিলির এই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্বকাপ খেলার যোগ্যতা হারাবে ইকুয়েডর। তবে দুই পক্ষই সকল নথিপত্র ফিফার হাতে দেওয়ার পর তা নিয়ে তদন্ত করে শুরু করে প্রতিষ্ঠানটি।

এরই পরিপেক্ষিতে চলতি বছরের ১০ জুন ইউকুয়েডর ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তদন্ত বন্ধের সিদ্ধান্ত নেয় ফিফা। এরপরেই আবারও পুনরায় তদন্ত শুরুর আবেদন করে চিলি।

বিষয়টি নিয়ে চিলিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হোর্হে ইয়োনগে বলেন, “আমাদের তদন্তের ফলাফল সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত। এটা পুরোপুরি পরিষ্কার যে, খেলোয়াড়টি ভুয়া একুয়েডরিয়ান নথি ব্যবহার করেছে। এখানে ২০২২ বিশ্বকাপে জায়াগা পাওয়াটাই যে কেবল ঝুঁকিতে রয়েছে তা নয়, খেলার সততা নিয়েও প্রশ্ন থাকছে।”

উল্লেখ্য যে, ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে ইকুয়েডর। আর ১৯ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চিলি।

কাস্তিলোর খেলা ৮ ম্যাচ থেকে চিলি পেয়েছিল ১৪ পয়েন্ট। এই পয়েন্ট হারালে কাতার বিশ্বকাপ খেলা হবে না দলটির। চলতি বছরের ২১ নভেম্বর শুরু হতে যাওয়া বিশ্বকাপে কাতার, নেদারল্যান্ডস ও সেনেগালের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে একুয়েডর। আসরের উদ্বোধনী দিনে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

প্যারিস অলিম্পিক ফুটবলের ফাইনাল পিএসজির মাঠে

প্যারিস অলিম্পিক ফুটবলের ফাইনাল পিএসজির মাঠে

বকেয়া অর্থ না পাওয়ায় নাইজেরিয়ার‍ নারী ফুটবলারদের ট্রেনিং বয়কট

বকেয়া অর্থ না পাওয়ায় নাইজেরিয়ার‍ নারী ফুটবলারদের ট্রেনিং বয়কট

ভিদালের নতুন ঠিকানা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো

ভিদালের নতুন ঠিকানা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো

ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলো পাকিস্তান

ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলো পাকিস্তান