বিশ্বকাপের আগে প্রত্যেক দলই কম-বেশি প্রস্ততি ম্যাচ খেলবে। এখান থেকেই বিশ্বকাপের জন্য সঠিক একাদশে দাঁড় করাবেন দলগুলোর কোচরা। সেই হিসবেই আর্জেন্টিনা মিসরের বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলতে চায়।
মিশরের সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানিয়েছে, প্রীতি ম্যাচটি খেলার ব্যাপারে আর্জেন্টিনা ও মিসর উভয়েই সম্মত হয়েছে। এখনো ম্যাচের সময় নির্ধারণ হয়নি।
তবে আর্জেন্টিনা মিশরকে আবুধাবিতে ম্যাচটি খেলার জন্য অনুরোধ করেছে। এদিকে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য হাজেম ইমাম জানিয়েছে, ম্যাচটি নিয়ে কোনো চুক্তি হয়নি। সে কারণেই ম্যাচের সময় ও ভেন্যু চূড়ান্ত হয়নি।
তবে আর্জেন্টিনার গণমাধ্যমের খবর অনুযায়ী চলতি বছরের ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে এই ম্যাচ, অর্থাৎ বিশ্বকাপে মেসিদের প্রথম ম্যাচের ১০ দিন আগে। বিশ্বকাপের আগে এটাই হবে আর্জেন্টিনার শেষ ম্যাচ।
ফার্গুসনের অনুরোধও শুনছেন না রোনালদো!
শেষ পর্যন্ত ম্যাচটি হলে, বিশ্বকাপের আগে ফুটবল প্রেমীরা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ’র মুখোমুখি লড়াই দেখতে পারবেন। ২০১৮ বিশ্বকাপে থাকলেও চলতি বছরের বিশ্বকাপে নেই সালাহর মিশর। চলতি বছরের মার্চে বাছাইপর্বের প্লে অফে সেনেগালের কাছে হেরে বিশ্বকাপে যাওয়ার দৌড় থেকে ছিটকে পড়ে তারা।
ফলে বিশ্বকাপে সালাহকে দেখা যাবে না। তাই বিশ্বকাপের আগে মেসির দলে বিপক্ষে সালাহকে খেলতে দেখার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করবেন না তার ভক্তরা।
কাতার বিশ্বকাপে টিকিট কালোবাজারি করলে ৬৫ লাখ টাকা জরিমানা
অন্যদিকে মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ হতে চলেছে কাতারে। এমনকি আন্তর্জাতিক ফুটবলেরও ইতি টেনে দিতে পারেন বিশ্বকাপ শেষে। তাই বিশ্বকাপের সোনালী শিরোপাটা জেতার জন্য প্রস্ততিতে কোনো খুঁত রাখতে চাইবেন না নিশ্চয়ই।
কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। চলতি বছরের ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে মেসির দল।
স্পোর্টসমেইল২৪/এসকেডি