ফার্গুসনের অনুরোধও শুনছেন না রোনালদো!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ এএম, ২৯ জুলাই ২০২২
ফার্গুসনের অনুরোধও শুনছেন না রোনালদো!

কিছুতেই ক্রিস্টিয়ানো রোনালদোকে বোঝাতে পারছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ড ছেড়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন পর্তুগিজ সুপারস্টার। কিছুতেই নতুন মৌসুমে ইউনাইটেডের জার্সি পরতে চান না আর। 

রোনালদোকে বোঝাতে তাই সর্বশেষে আলোচনায় রোনালদোর ছোটবেলার গুরু ও ইউনাইটেডের সাবেক কোচ স্যার  অ্যালেক্স ফার্গুসনকে ডেকে এনেছিল ইংলিশ ক্লাবটি।

তবে তাতেও কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। কারণ, ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী ফার্গুসনের অনুরোধও কানে তুলছেন না রোনালদো। আলোচনা শেষে সরাসরি বলে দিয়েছেন, তিনি কিছুতেই আর ওল্ড ট্রাফোর্ডে থাকতে চান না।

অথচ আলোচনা শেষে ইউনাইটেড তাকে বলে দিয়েছিল, কোথাও যাওয়া হচ্ছে না। কিন্তু রোনালদো কোনো কিছুই শুনতে চান না, তার একটাই মত আর সেটা নতুন ঠিকানায় পাড়ি জমানো। 

কোথাও যাওয়া হচ্ছে না রোনালদোর, আলোচনা শেষে ইউনাইটেড!

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ২০২১-২২ মৌসুমে শীর্ষ চারে থাকতে না পারায় এবার চ্যাম্পিয়নস লিগ খেলা হবে না ইউনাইটেডের। তবে নতুন কোচের অধীনে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে মরিয়া তারা। সেক্ষেত্রে রোনালদোর মতো একজন ফুটবলার তাদের প্রয়োজন।

এছাড়া রোনালদো ক্লাবে থাকার দরুণ, প্রচুর স্পন্সর আসছে ক্লাবে, আর্থিকভাবেও লাভবান হচ্ছে ইংলিশ ক্লাবটি। ফলে রোনালদোকে যেভাবেই হোক ধরে রাখতে চায় তারা। 

রোনালদোকে না কেনার জন্য আন্দোলনে অ্যাটলেটিকোর সমর্থকরা!

কিন্তু রোনালদো চ্যাম্পিয়নস লিগ বাদ দিয়ে ইউরোপা লিগ খেলতে মোটেও ইচ্ছু নয়। মূলত এ কারণেই হন্যে হয়ে নতুন ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন তিনি। 

এখানেই ইউনাইটেডের আশা, কারণ এখন পর্যন্ত কোনো ক্লাবই রোনালদোকে নিতে আগ্রহ দেখাচ্ছে না। বরং বেশ কয়েকটি ক্লাব প্রক্যাশে রোনালদোকে না কেনার ঘোষণা দিয়েছে। 

এদিকে ইতালির ক্রীড়া সাংবাদিক মির্কো ক্লামেও মনে করছেন ইতালিতে ফিরতে পারেন রোনালদো। সেক্ষেত্রে তার নতুন ঠিকানা হতে পারে ইতালিয়ান ক্লাব নাপোলি। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

পগবার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

পগবার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

কাতার বিশ্বকাপে টিকিট কালোবাজারি করলে ৬৫ লাখ টাকা জরিমানা

কাতার বিশ্বকাপে টিকিট কালোবাজারি করলে ৬৫ লাখ টাকা জরিমানা

অ্যাস্টন ভিলার জরিমানার তালিকা নিয়ে ফুটবল বিশ্বে‍ ঝড়

অ্যাস্টন ভিলার জরিমানার তালিকা নিয়ে ফুটবল বিশ্বে‍ ঝড়

প্যারিস অলিম্পিক ফুটবলের ফাইনাল পিএসজির মাঠে

প্যারিস অলিম্পিক ফুটবলের ফাইনাল পিএসজির মাঠে